• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

দিনহাটা থেকে গ্রেপ্তার ২৮ জন বাংলাদেশি

ভারত-পাকিস্তানের উত্তপ্ত সম্পর্কের কারণে দেশের নিরাপত্তা আরও কড়া হয়েছে। সীমান্তের এলাকাগুলিতে তল্লাশি জোরদার করা হয়েছে।

ভারত-পাকিস্তানের উত্তপ্ত সম্পর্কের কারণে দেশের নিরাপত্তা আরও কড়া হয়েছে। সীমান্তের এলাকাগুলিতে তল্লাশি জোরদার করা হয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বসবাসকারী বা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে কেন্দ্র সরকার। রীতিমতো তাঁদের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। কিভাবে তাঁরা এই দেশে এসেছেন? নকল পরিচয়পত্র কিভাবে তাঁরা সংগ্রহ করেন? এই বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা রেল স্টেশন থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ।

সূত্রের খবর, পুলিশের তল্লাশি অভিযানের খবর পাওয়ার পরেই অনুপ্রবেশকারী বেশ কিছু বাংলাদেশি নিজেদের দেশে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই তাঁরা পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছেন। প্রায় ২৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। ২৮ জন বাংলাদেশিদের মধ্যে ১১ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৯টি শিশু রয়েছে। তাঁরা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, বহুদিন আগে তাঁরা সীমান্ত পেরিয়ে এই রাজ্যে আসেন। এরপর তাঁরা দিল্লি, হরিয়ানায় ছড়িয়ে পড়িয়েছিলেন। এমনকি ভুয়ো পরিচয়পত্র বানিয়ে স্থায়ীভাবে এই দেশে থাকতে শুরু করেন। দেশের বিভিন্ন জায়গায় তাঁরা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছেন। পুলিশের ধরপাকড় শুরু হওয়ার পর তাঁরা প্রথমে বিহারের গয়াতে পালিয়ে গিয়েছিলেন। তারপর তাঁরা দিনহাটা শহরে চলে আসেন। বৃষ্টির কারণে তাঁরা স্টেশনে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়েছিল। পুলিশ প্রথমে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু তাঁদের কথায় একাধিক অসঙ্গতি দেখা দেওয়ায় তাঁদের উপর চাপ দেওয়া হয়েছিল। শেষে তাঁরা স্বীকার করেন যে তাঁরা আসলে বাংলাদেশের নাগরিক। এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা দালালের সাহায্য নিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। পুলিশ তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করছে।