চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অজ্ঞাতপরিচয় তরুণ ও তরুণী। বুধবার সকালে বীরভূমের সাঁইথিয়ার মাঠপলশা এলাকায় ঘটনাটি ঘটে। অসম শিলঘাট টাউন-চেন্নাই তম্বরমগামী নগাঁও এক্সপ্রেস থেকে তাঁরা নিচে পড়ে যান। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে ওই তরুণ ট্রেন থেকে নিচে পড়ে যান। তারপর ট্রেন থেকে পড়েন ওই তরুণী। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
বুধবার সকালে সাঁইথিয়া-অন্ডাল রেলপথের সাঁইথিয়ার মাঠপলশা ১৩ নম্বর রেলগেটের কাছে ৫০ মিটার দুরত্বের মধ্যে দুই জনের দেহ পড়ে ছিল। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেলপুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই তরুণের বয়স ৩০ বছরের কাছাকাছি। তরুণীর বয়স ২০–২১ বছর হতে পারে।
প্রাথমিক তদন্তের পর রেল পুলিশের অনুমান, ওই তরুণ–তরুণী স্বামী-স্ত্রী হতে পারেন। তাঁরা আত্মহত্যা করেছেন নাকি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বা কোনওভাবে পড়ে গিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সবার আগে মৃতদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।