• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে মৃত দু’ভাই

বৃহস্পতিবার দুপুরে নদিয়া জেলার মাজদিয়া রেলবাজার এলাকা থেকে নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটে গঙ্গায় স্নান করতে আসেন চারজন।

বৃহস্পতিবার দুপুরে মাজদিয়া রেলবাজার এলাকা থেকে নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটে গঙ্গায় স্নান করতে আসেন চারজন। এরপর স্নান করতে নেমে নিলয় বিশ্বাস এবং নিলেশ বিশ্বাস নামে দুই ভাই গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। তাঁরা গত কয়েকদিন ধরে ওই দুই ভাইয়ের খোঁজ চালাচ্ছিলেন।

জানা গিয়েছে, রবিবার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে একটি দেহ ভাসতে দেখেন তাঁরা। দেহটি উদ্ধার করা হলে পরিবারের লোকজন শনাক্ত করেন তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মধ্যে ওই দেহটি ছোট ভাই নিলয় বিশ্বাসের। এরপর নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথির ডাঙ্গা এলাকার গঙ্গা থেকে আরও এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়রা ওই দেহটি ভাসতে দেখে খবর দেন শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি পরিবারের কাছে খবর পাঠালে মৃতের বাবা ছেলের দেহ সনাক্ত করেন। মৃতদেহটি শনিবার ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Advertisement

Advertisement

Advertisement