• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সিমেন্ট বোঝাই গাড়ির ধাক্কায় ভাঙল বাড়ি, আহত এক

সাতসকালে দুর্ঘটনা বাঁকুড়ার পাত্রসায়েরে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বাড়ি ভেঙে ঢুকে পড়ল সিমেন্ট বোঝাই ট্রাক।

সাতসকালে দুর্ঘটনা বাঁকুড়ার পাত্রসায়েরে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বাড়ি ভেঙে ঢুকে পড়ল সিমেন্ট বোঝাই ট্রাক। দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন বাড়ির মালিক। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার বামিরা শ্মশানকালী মন্দির সংলগ্ন এলাকায়। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উত্তেজিত জনতা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ চলে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ট্রাকটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পাত্রসায়ের থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে নবনির্মিত বাড়িতে ঘুমিয়েছিলেন বিশ্বজিৎ বাউড়ি। বাঁকুড়ার পাত্রসায়ের থেকে বালসি যাওয়ার রাস্তার পাশেই সেই বাড়ি বানান তিনি। সকালে আচমকা আশপাশের বাসিন্দারা প্রবল শব্দ শুনতে পান। তাঁরা গিয়ে দেখেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ভেঙে পড়েছে বাড়ির দেওয়ালের একাংশ। কোনও রকমে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় বিশ্বজিৎকে। প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানকার চিকিৎসক বিশ্বজিৎ বাউড়িকে বিষ্ণুপুর স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। আপাতত বিষ্ণুপুরে চিকিৎসা চলছে বিশ্বজিতের।

Advertisement

এলাকাবাসী বক্তব্য, বাড়িটিতে একাই থাকতেন বিশ্বজিৎ। চরম অর্থকষ্টের মধ্যে অনেক চেষ্টার পর বাড়িটি তৈরি করেছিলেন। সেই বাড়ি আজ দুর্ঘটনায় ভেঙে পড়েছে। বাড়িটির ক্ষতিপূরণের পাশাপাশি ওর (বিশ্বজিৎ) চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করার দাবি তুলেছেন তাঁরা। সিমেন্ট বোঝাই গাড়িটি বিষ্ণুপুর থেকে পাত্রসায়েরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পাত্রসায়ের থানার পুলিশ।

Advertisement

Advertisement