অত্রীশ পাঠকের জন্ম ২০২৩ সালের ১৩ এপ্রিল পশ্চিম মেদিনীপুরে। মাত্র ১ বছর ৮ মাস বয়সে এই আশ্চর্য প্রতিভাবান বালকটি তার নাম তুলে নিতে সক্ষম হয়েছে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (আইবিআর)-এ তাকে ‘আইবিআর অ্যাচিভার’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ৩১ বিভিন্ন জিনিস, ৯ ধরনের ফল, ১১ ধরনের সবজি, মানব শরীরের ১৩টি অঙ্গ, ১৪টি পশুপ্রাণি, ১৭ ধরনের খাদ্য, ৬ ধরনের যানবাহন সে সঠিকভাবে বলতে পেরেছে।
শুধু তা-ই নয়, ১১টি বাংলা শব্দ ইংরেজিতে অনুবাদ করেছে সে। ৬টি প্রাণির ডাক নকল করে দেখিয়েছে এবং সাধারণ জ্ঞানের ৮টি বিভিন্ন ধরনের প্রশ্নের সঠিক জবাব দিয়েছে এই বিস্ময় বালক অত্রীশ। এই বয়সে তার এই স্বীকৃতি কম বড় অর্জন নয়। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর তার এই সাফল্যের কথা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের শংসাপত্রে জানানো হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



