• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ট্রামের প্রত্যাবর্তন, খুশি কৈলাশ, দীপশ্রীরা

ট্রামের প্রত্যাবর্তন হোক বা না হোক। সম্প্রতি ছোটরা তাদের আঁকার পাতায় কলকাতার আবেগ ট্রামকে ফিরিয়ে আনার যে প্রয়াস দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

ট্রামের প্রত্যাবর্তন হোক বা না হোক। সম্প্রতি ছোটরা তাদের আঁকার পাতায় কলকাতার আবেগ ট্রামকে ফিরিয়ে আনার যে প্রয়াস দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। যে উপলব্ধিতে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বেহালার কবিগুরু সরণি যুব সম্মিলনী আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাও। ৯ই ফেব্রুয়ারী রবিবার এই অনুষ্ঠান শেষে একই অভিমত বিশিষ্ট সমাজসেবী বেহালার গর্ব সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক লায়ন কৈলাশ খান্ডেলওয়াল ও প্রধান অতিথি স্বনামধন্য গীতিকার,সুরকার,সংগীত ভারতী ডঃ দীপশ্রী পালের।

সব মিলিয়ে বলা যায় এই প্রতিযোগিতায় আঁকার অন্যান্য বিভাগের পাশাপাশি ট্রাম নিয়ে এক বিশেষ বিভাগ নির্বাচন করে সংগঠনের স্বপন মন্ডল,বাপি বিশ্বাস, খোকন মন্ডল ,বাপন দাস, ক্লাব সভাপতি দীপঙ্কর ভৌমিক,সোমনাথ মন্ডল,বলাই দাস সহ অন্যান্য সদস্যরা প্রতিযোগীদের সামনে কলকাতার সংস্কৃতি ও ইতিহাসের অন্তর্নিহিত অংশটিকে তুলে ধরার প্রয়াস দেখিয়েছেন। তাদের এই প্রচেষ্টা আগামীদিনে শুধু এ শহরের ঐতিহ্য সংরক্ষণ নয়, আজকের শিল্পীদের মাধ্যমে শিল্পের বিকাশ ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন দীপশ্রী দেবী।

Advertisement

Advertisement

Advertisement