• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নতুন ভ্রমণ পত্রিকা ‘ট্রাভেরা’

বাঙালি যে কেমন ভ্রমণপ্রিয়, সে কথা বলার অপেক্ষাই রাখে না। বাংলা ভাষায় সাহিত্যও অত্যন্ত সমৃদ্ধ এবং জনপ্রিয়ও বটে।

বাঙালি যে কেমন ভ্রমণপ্রিয়, সে কথা বলার অপেক্ষাই রাখে না। বাংলা ভাষায় সাহিত্যও অত্যন্ত সমৃদ্ধ এবং জনপ্রিয়ও বটে। সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’-র উল্লেখ আজও মুখে মুখে ঘোরে। আর এসব কারণেই কলকাতার ‘রা প্রকাশন’ থেকে জন্ম নিল একটি মাসিক ট্যাবলয়েড ভ্রমণ পত্রিকা ‘ট্রাভেরা’।

আট পৃষ্ঠার সম্পূর্ণ রঙিন এই পত্রিকাটির প্রথম প্রকাশ ঘটল গত ৮ মার্চ কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর টাওয়ারে ‘রা প্রকাশন’-এর দপ্তরে। শনিবার বিকেলে এই প্রকাশ অনুষ্ঠানে জমায়েত হয়েছিলেন ভ্রমণপিপাসু মানুষজন। তাঁদের অনেকেই বাংলা শিল্প-সাহিত্যচর্চার সঙ্গে যেমন যুক্ত, তেমনই সুপরিচিত নামও।

Advertisement

পত্রিকাটি নিয়ে আলোচনা করেন কবি সৈয়দ হাসমত জালাল, চন্দ্রাণী বসু, ধীমান পাল প্রমুখ। রবীন বসু, নন্দিতা মিত্র, কল্যাণ কুণ্ডু, শ্যামল কুমার ঘোষ, অভিজিৎ চট্টোপাধ্যায়, মিতা রায়চৌধুরী, শুভশ্রী সাহা, মৃণাল ঘোষ, কাকলি পাল প্রমুখের উপস্থিতিতে আনন্দময় হয়ে উঠেছিল এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানটি।

Advertisement

Advertisement