• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দেশবন্ধু ও নজরুলের তথ্য সম্বলিত ক্যালেন্ডার

গত ১৭ বছর ধরে মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করছে ছায়ানট (কলকাতা)।

গত ১৭ বছর ধরে মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করছে ছায়ানট (কলকাতা)। সারাবছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে এই সংস্থার অন্যতম একটি উদ্যোগ– ইংরেজি নববর্ষে নজরুল সম্পর্কিত তথ্য সম্বলিত ক্যালেন্ডারের প্রকাশ।

২০২৫ খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের শততম প্রয়াণবর্ষে ছায়ানট (কলকাতা)-এর শ্রদ্ধার্ঘ্য মূল্যবান ক্যালেন্ডার ‘দেশবন্ধু ও নজরুল’। মূল ভাবনা ও তথ্য-সংগ্রহে সোমঋতা মল্লিক। সৃজনে তুফান চ্যাটার্জী। এই ক্যালেন্ডারের প্রতিটি পাতায় আছে নানা তথ্য, সঙ্গে দেশবন্ধু ও নজরুলের অসাধারণ সব ছবি। ক্যালেন্ডারের প্রথমেই প্রকাশিত হয়েছে নজরুল ও দেশবন্ধুর কয়েকটি বাণী। সমস্ত অসাম্যকে দূর করে দিয়ে সুন্দর একটি সমাজ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন দু’জনেই। ক্যালেন্ডারের প্রতিটি পাতায় উঠে এসেছে দেশবন্ধুর প্রতি নজরুলের অকৃত্রিম শ্রদ্ধার কথা, দু’জনের একাধিকবার সাক্ষাতের ঘটনা। ১৯২২ সালের ১১ আগস্ট নজরুল সম্পাদিত ‘ধূমকেতু’ পত্রিকায় দেশবন্ধুর কারাগার থেকে মুক্তির খবর প্রকাশিত হয়।

Advertisement

২১ মে, ১৯২৩ সালে কলেজ স্কোয়্যারে অনুষ্ঠিত এক জনসভায় হুগলি জেলে অনশনরত কবি কাজী নজরুল ইসলাম, সিরাজ উদ্দীন, গোপাল চন্দ্র সেন প্রমুখ কারাবন্দীদের উপর কারা কর্তৃপক্ষের নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করে এবং বেসরকারি জেল পরিদর্শক ডাক্তার আব্দুল্লাহ সোহরাওয়ার্দির মাধ্যমে অনশনরত রাজ বন্দীদের অনশন ভঙ্গ করার অনুরোধ জানাবার সিদ্ধান্ত নিয়ে দুটি প্রস্তাব গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

Advertisement

মাহবুবুল হকের লেখা ‘নজরুল তারিখ অভিধান’ থেকে জানা যায়, দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুর (দার্জিলিং, ১৬ জুন, ১৯২৫) সংবাদ শুনে সমগ্র বাংলা শোকে মুহ্যমান হয়ে পড়ে। চিত্তরঞ্জনের স্নেহধন্য ও আনুকূল্যসিক্ত নজরুলের কাছে এটা ছিল ব্যক্তিগত শোকাঘাত। শোকাহত নজরুল হুগলিতে ৩ আষাঢ়, ১৩৩২ বঙ্গাব্দে দেশবন্ধুর স্মৃতিতে ‘অর্ঘ্য’ শীর্ষক গান ‘হায় চির ভোলা! হিমালয় হতে’ রচনা করেন। ১৮ জুন চিত্তরঞ্জনের মরদেহ দার্জিলিং থেকে ট্রেন যোগে নৈহাটি স্টেশনে এলে নজরুল এ গানটি দেশবন্ধুর শবাধারের মালার সঙ্গে অর্ঘ্য হিসেবে নিবেদন করেছিলেন। দেশবন্ধুর প্রয়াণে শোকে বিহ্বল নজরুল একাধিক গান ও কবিতা লেখেন। ‘চিত্তনামা’ কাজী নজরুল ইসলামের পঞ্চম মুদ্রিত কাব্য। কাব্যটি ‘মাতা বাসন্তী দেবীর শ্রীশ্রীচরণারবিন্দে’ উৎসর্গ করেছিলেন কবি। এরকম সব তথ্যসম্বলিত এই ক্যালেন্ডার সংগ্রহে রাখার মতো।

Advertisement