আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার প্রসার বাড়াতে বড় পদক্ষেপ নিল স্কটিশ চার্চ কলেজ। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায় কলেজে আনুষ্ঠানিক ভাবে শুরু হল বিদেশিদের জন্য বিশেষ অনলাইন বাংলা শিক্ষাকোর্স ‘এসো বাংলা শিখি’। বুধবার কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কোর্সের সূচনা করা হয়। আয়োজকদের দাবি, এই উদ্যোগ বিশ্বজুড়ে বেড়ে চলা বাংলা ভাষার প্রতি আগ্রহকে আরও শক্ত ভিত দেবে।
কলেজ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাংলা শেখার উৎসাহ বাড়ছিল। বিশেষ করে ইসকনের বহু বিদেশি ভক্ত শ্রীচৈতন্য চরিতামৃত, ভাগবত পুরাণ ও অন্যান্য বৈষ্ণব গ্রন্থ বাংলা ভাষায় পড়তে চান। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের স্কটিশ চার্চ কলেজে অধ্যয়ন— সেই ঐতিহাসিক যোগসূত্রও এই প্রকল্পকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল, আইকিউএসি কো–অর্ডিনেটর সম্রাট ভট্টাচার্য, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রূদ্র এবং কোর্স সমন্বয়কারী ড. বিদিশা সিনহা।
Advertisement
ড. মধুমঞ্জরী মণ্ডল জানান, ‘বিদেশে বাংলা শেখার আগ্রহ আগের তুলনায় অনেক বেশি। বাংলার সংস্কৃতি, সাহিত্য ও ভাবধারার প্রতি কৌতূহল বিশ্বজুড়েই বাড়ছে। তাই এই উদ্যোগ সময়োপযোগী।’
জানা গিয়েছে, এই অনলাইন কোর্সে থাকবে তিনটি ধাপ— প্রাথমিক, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড। প্রাথমিক স্তরে থাকছে ২৪টি এক ঘণ্টার ক্লাস। প্রতিটির শেষে অনলাইন মূল্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে। কোর্স সম্পন্ন হলে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। ইতিমধ্যেই ভিডিও, অডিও এবং অন্যান্য অডিও–ভিজ্যুয়াল শিক্ষাসামগ্রী তৈরি হয়েছে। বুধবার থেকেই কলেজের ওয়েবসাইটে কোর্সটি লাইভ হয়ে গিয়েছে।
ড. সুমন্ত রূদ্র বলেন, ‘শুধু ইসকনের ভক্ত নন, বাংলা ভাষা ও সংস্কৃতিতে আগ্রহ যাঁদের আছে সবাই এই কোর্সে নাম নথিভুক্ত করতে পারবেন। লক্ষ্য— বাংলা ভাষাকে আরও বৈশ্বিক করে তোলা।’
ভাষাবিদদের মতে, বাংলা ভাষার সমৃদ্ধ ঐতিহ্য ও সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। বাংলা শেখার প্রতি আন্তর্জাতিক আগ্রহ ভবিষ্যতে বাংলা ভাষার পরিসরকে আরও বিস্তৃত করবে বলেই মত শিক্ষামহলের।
Advertisement



