তেলের দাম বাড়াল সৌদি

Written by SNS May 7, 2024 5:40 pm

বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য সৌদি আরবের তেলের দাম বাড়ানো হয়েছে৷ একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরো কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ আশঙ্কা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম এই তেল উৎপাদনকারী অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েল-হামাস সংকট ছড়িয়ে পড়তে পারে৷সংবাদে বলা হয়েছে, গতকাল সোমবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৮৩.২৪ ডলারে উঠেছে৷ এ ছাড়া ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডাব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২৯ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৭৮.৪০ ডলারে উঠেছে৷ জুন মাসে এশিয়া, উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলোতে যে তেল বিক্রি করবে সৌদি আরব, তার দাম বাড়ানো হয়েছে৷ চলতি গ্রীষ্মকালে জ্বালানি তেলের চাহিদা বাড়বে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷