সোনার দামে স্বস্তির খবর বাজারে

Written by SNS April 23, 2024 4:40 pm

কলকাতা, ২৩ এপ্রিল– পয়েলা বৈশাখের আগে ও পরে সোনার দামে মাথায় হাত উঠেছিল মেয়ের বিয়ে দিতে যাওয়া বাবা-মায়েদের৷ কারণ এখন বিয়ের মরশুম৷ সোনার গয়না ছাড়া বিয়ে বেমানান৷ তবে শুধু বিয়ের মরসুমই নয়, সোনা-রুপো কিনে অনেকে ভবিষ্যতের জন্যও সুরক্ষিত রাখেন৷
তবে এবার কিছুটা হলেও স্বস্তির খবর৷ বিয়ের মরসুমে এমন খবরে নিঃসন্দেহে স্বস্তি৷ মঙ্গলবার কলকাতায় গ্রাম প্রতি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৭৫৪ টাকা৷ গ্রাম প্রতি ২৪ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৩৬৮ টাকা৷ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৭৫৪ টাকা৷ ২২ এপ্রিল তা ছিল ৬ হাজার ৭৫৫ টাকা৷ এদিন ৮ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৩২ টাকা৷ ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ৫৪০ টাকা৷ যা সোমবারের তুলনায় ১০ টাকা দাম কমেছে৷ ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা, যা সোমবারের তুলনায় ১০০ টাকা কম৷ ২৪ ক্যারেট সোনার দামআজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,৩৬৮ টাকা৷ ২২ এপ্রিল তা ছিল ৭ হাজার ৩৬৯ টাকা৷ আজ ৮ গ্রাম সোনার দাম ৫৮ হাজার ৯৪৪ টাকা৷ ১০ গ্রাম সোনার দাম ৭৩,৬৮০ টাকা৷ ১০০ গ্রাম সোনার দাম ৭,৩৬,৮০০ টাকা৷
মঙ্গলবার ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৫,৫২৬ টাকা৷ ৮ গ্রাম সোনার দাম ৪৪,২০৮ টাকা৷ ১০ গ্রাম সোনার দাম ৫৫,২৬০ টাকা, ১০০ গ্রামের দাম ৫,৫২,৬০০ টাকা৷