• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধর্মশালার ভিডিও ভাইরাল ‘আর ছবি তুলাে না’ চিৎকার করছে তৈমুর

জন্মের পর থেকেই তৈমুর'কে নিয়ে পাপারাৎজিদের বিশেষ উৎসাহ ছিল। সইফ ও করিনার ছেলে রাতারাতি হয়ে উঠেছিল প্রায় সমস্ত ফিল্মি পত্রিকার কভার বয়।

তৈমুর আলি খান (Photo: IANS)

এবার দিওয়ালিতে মুম্বই নয় ধর্মশালায় স্বামী সইফ ও ছেলে তৈমুরের সঙ্গে কাটিয়েছেন করিনা কাপুর। সেখানে চলছে তার ছবি ভূত পুলিশের শুটিং। বিপরীতে রয়েছেন অর্জুন কাপুর। তাই তাঁর বিশেষ বান্ধবী মালাইকাও উপস্থিত। মালাইকা আবার করিনারও খুব ভালাে বন্ধু। 

তাই সবাই মিলে একসঙ্গে কাটালেন দীপাবলির সন্ধ্যা। কিন্তু তার মধ্যেই একটা কাণ্ড করে বসলাে ছােট্ট তৈমুর। ফোটোগ্রাফারদের উদ্দেশ্য চিৎকার করে বললাে– আর ফটো তুলােনা। অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটানাের সময় কোনও ছবি নয়। 

Advertisement

জন্মের পর থেকেই তৈমুরকে নিয়ে পাপারাৎজিদের বিশেষ উৎসাহ ছিল। সইফ ও করিনার ছেলে রাতারাতি হয়ে উঠেছিল প্রায় সমস্ত ফিল্মি পত্রিকার কভার বয়। সেই ট্রেন্ড সমানে চলে আসছে। দিন দিন বেড়ে উঠেছে তৈমুর। সেও ভালে বুঝতে পারে ফটোগ্রাফারদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই। তাই বাবার হাত ধরে ধর্মশালার শান্ত রাস্তায় ঘুরতে ব্যস্ত তৈমুর নিজেই মানা করে দিল ছবি তুলতে।

Advertisement

Advertisement