ইন্দ্রাণী চক্রবর্তী
বহু প্রতীক্ষার পর এবারের পুজোয় মুক্তি পেতে চলেছে ইন্দু ৩। ইন্দুর প্রথম ও দ্বিতীয় সিজনের পর কেটে গিয়েছে অনেকটা সময়। এই সিরিজের প্রথম সিজন ইন্দুর বিয়ে দিয়ে শুরু হয়েছিল। শুরু থেকেই পরিচালক গল্পের মধ্যে রেখেছিলেন টান টান উত্তেজনা। আদতে একটি পারিবারিক গল্প হলেও গল্প ও চরিত্রের অনন্য সাযুজ্যে ইন্দু ৩ হয়ে উঠেছে রহস্য কাহিনী। একটি বিশেষ খুনকে কেন্দ্র করে ইন্দু গল্পটি আবর্তিত হয়েছে। ইন্দু প্রথম দুই সিজনে সেই খুন, রহস্যের সমাধানের চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত রহস্যের কিনারা করতে পারেনি। ইন্দু ৩ এবার সেই রহস্যের সমাধান নিয়ে হাজির হয়েছে। সামনে পুজোতেই ইন্দু সকলের সব প্রশ্নের উত্তর দিতে আসছে। এই সিরিজে ইন্দুর মূল চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা। ইন্দুর স্বামীর ভূমিকায় আছেন চন্দ্রনিভ মুখোপাধ্যায়।
Advertisement
এই সিজন নিয়ে ইশা সাহা যথেষ্ট আশবাদী। তিনি জানিয়েছেন, প্রথম দু’টি সিজনের পরও যখন রহস্যের কিনারা হল না তখন থেকেই মানুষের চাহিদা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে তাঁর দায়িত্বও অনেকখানি বেড়ে যায়। সিজন ২-এর পর মাঝে কেটে গিয়েছে দুই বছর। মানুষের মধ্যে ইন্দু ৩ নিয়ে একটা অভিমান তৈরি হয়েছে। অনেকেই তাঁকে অভিমানের সুরে জিজ্ঞেস করেছে কবে আসতে চলেছে ইন্দু ৩। নায়িকার মতে এই বিষয়গুলো মানুষের ভালবাসারই একটা অংশ। তাই শুধু তাঁর নয়, গোটা টিমেরই দায়িত্ব ছিল এই রহস্যের সমাধান করে মানুষের চাহিদার পূরণ করা। গত দুই সিজন পর পর মুক্তি পেয়েছিল। কিন্তু এই সিজনটি মুক্তি পাচ্ছে অনেকটা সময়ের পর। ইশা সাহার কথায়, এই সময়ের মধ্যে অভিনেত্রী ইশা সাহা যেমন বদলেছেন, পরিণত হয়েছেন তেমন মানুষ হিসেবেও তাঁর মধ্যে একটা পরিবর্তন এসেছে। সেইভাবে দেখলে গল্পের গতি কিন্তু ততটা বাড়েনি। গত সিজনের গল্পগুলিতে ইন্দুর চরিত্রের বিভিন্ন খুঁটিনাটির সঙ্গে এই সিজনের ইন্দুর চরিত্রকে মেলানো ইশা সাহার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।
Advertisement
ইন্দু সিরিজের প্রথম দুটি সিজনের গল্প লিখেছিলেন সাহানা। পরিচালকও ছিলেন আলাদা। এই সিজনের গল্প লিখেছেন অয়ন এবং তিনিই এই সিজনের পরিচালক। অভিনেত্রী ইশা সাহা জানিয়েছেন, অয়ন খুবই ঠাণ্ডা প্রকৃতির মানুষ। তাঁর সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে অভিনেত্রীর। অন্যদিকে পরিচালক অয়ন জানিয়েছেন, ইন্দু ১ এবং ২ যেহেতু অন্য একজন লিখেছেন, সেই জায়গা থেকে গল্পের সঙ্গে তাল মিলিয়ে ইন্দু ৩ লেখা ও পরিচালনা করা তাঁর কাছে যথেষ্ট কঠিন ছিল। তবে এটিই প্রথম নয়। সেই যে ‘হলুদ পাখি’তেও তিনি গল্প শেষ করেছিলেন। তিনি জানিয়েছেন, থ্রিলার গল্পের জন্য তাঁর নাম কিছুটা জনপ্রিয় হয়েছে। তাই প্রায় সবার থেকেই থ্রিলারকেন্দ্রিক গল্পের কাজের জন্য ডাক আসছে। কিন্তু তিনি প্রেম, কৌতুক সবরকমের সিরিজ করতে চান। প্রযোজকদের থেকে সুযোগ মিলছে না।
ইন্দু ৩ নিয়ে গোটা টিমই খুবই আশাবাদী। পরিচালক বলেন, ‘এবারের পুজোতে আমাদের হল পাওয়ার কোনও প্রতিযোগিতা নেই। কারণ আমরা মানুষের হাতে, পকেটে, বাড়ির স্ক্রিনে চাইলেই হাজির হয়ে যাব। সেইভাবে দেখলে সবচেয়ে বেশি হল আমাদেরই।’ ইশা সাহাও জানিয়েছেন, এই প্রসঙ্গে ‘ইন্দু ৩’ টিম একাই একশো।
Advertisement



