• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

স্পাইডার-ম্যান ৪

২০২৬ সালের জুন ২৪ মুক্তি পেতে চলেছে ছবিটি। ‘স্পাইডার-ম্যান’ সিজন ৪ পরিচালনা করছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, যিনি ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ সিনেমাটিরও পরিচালক।

অপেক্ষার অবসান। শীঘ্রই থিয়েটারে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান ৪’। জানা যাচ্ছে আগামী বছর থেকে শুরু হতে চলেছে ‘স্পাইডার-ম্যান ৪’ এর শুটিং।

সূত্রের খবর, ২০২৬ সালের জুন ২৪ মুক্তি পেতে চলেছে ছবিটি। ‘স্পাইডার-ম্যান’ সিজন ৪ পরিচালনা করছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, যিনি ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ সিনেমাটিরও পরিচালক। সেই ছবিও থিয়েটারে মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ১ মে। আর ঠিক তার এক মাসের মাথায় টম হল্যান্ডকে দেখা যাবে সুপারহিরো স্পাইডার ম্যানের ভূমিকায়।

টম জানান, ‘আগামী বছরের গ্রীষ্মকালে শুটিং শুরু হবে স্পাইডার-ম্যানের। আমি খুব উৎসাহিত ছবির শুটিং শুরু করার জন্য’। যদিও একটি শঙ্কা রয়েছে, জেন ডায়াকে তাঁর এম জে ভূমিকায় দেখা যাবে কিনা, তা নিয়ে।