• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গােপনে বাগদান ক্যাটরিনার

ক্যাটরিনার টিমের তরফে যদিও অভিনেত্রীর রােকা পর্বের কথা খারিজ করে দেওয়া হয়েছে। সম্পর্কের গােড়া থেকেই ক্যাটরিনা ও ভিকি দু'জনেই মুখে কুলুপ এঁটেছিলেন।

ক্যাটরিনা কাইফ (File Photo: IANS)

গােপনীয়তা বজায় রেখে এক ঘরােয়া অনুষ্ঠানে বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের বাগদান পর্ব সেরে ফেললেন। এই খবরটা সােশ্যাল মিডিয়ায় আগুনের মতাে ছড়িয়ে পড়তেই সােশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলাে ভক্তদের শুভেচ্ছা বার্তায় উপচে পড়েছে।

তারা নব যুগলকে আগামির শুভেচ্ছা জানাতে কোনও কার্পণ্য করেননি। ভিকি কৌশল ও ক্যাটরিনা রােকা পর্বের মাধ্যমে তাদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন।

Advertisement

ক্যাটরিনার টিমের তরফে যদিও অভিনেত্রীর রােকা পর্বের কথা খারিজ করে দেওয়া হয়েছে। সম্পর্কের গােড়া থেকেই ক্যাটরিনা ও ভিকি দু’জনেই মুখে কুলুপ এঁটেছিলেন। দু’জনকে সম্প্রতি একটি মুভির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে দেখা গেছিল।

Advertisement

Advertisement