টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সম্প্রতি জানিয়েছিলেন- ‘পথপশু দের দত্তক নিলে, তার সাথে ডেটে যাবেন তিনি। গত জুলাই মাসে রেড ভলিন্টিয়ারের শশাঙ্ক ভাবসার এক পথ সারমেয়কে দত্তক নেন। পরে অভিনেত্রীর সাথে কফি ডেটে যান।
অভিনেত্রীর ডাকনাম টুম্পা। তাই সারমেয়কে টুম্পা বলে ডাকতেন শশাঙ্ক। ঠিক এইরকম পরিস্থিতিতে গতরাত্রে ১১ টা ১৯ মিনিটে দয়মন্তী সেন ফেসবুক লাইভে জানান – ‘টুম্পা (সারমেয়)কে খুন করেছেন শশাঙ্ক। অভিনেত্রীর সাথে একান্ত সময় কাটানার জন্য নাম কা ওয়াস্তে দত্তক নিয়েছিলেন তিনি।
Advertisement
এরপর ১১ টা ৩১ মিনিটে অভিযুক্ত শশাঙ্ক ফেসবুকে পােস্ট করেন- ‘টুম্পা আর আমাদের মধ্যে নেই’। ফেসবুকে এইসব পােস্ট দেখে বিদেশে ভ্রমণরত শ্রীলেখাও কেঁদেছেন টুম্পার জন্য।
Advertisement
Advertisement



