• facebook
  • twitter
Monday, 16 September, 2024

অবশেষে লড়কি পেলেন ভাইজান

‘মুঝে লড়কি মিল গয়ি’ বলে স্টেটাসটা সল্লু মিঞা আপলোড করতেই সবাই ভাবতে শুরু করেন যাক, এবার তা হলে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলারে’র তকমাটা ঝেড়েই ফেললেন ভাইজান। দেরি হলেও বিয়ের পাত্রী অবশেষে পেয়েছেন ভাইজান। সত্যিটা উদ্ঘাটন হয় তার পরেই।, যে বিয়ের পাত্রী নয়, নিজের প্রোডাকশনের পরবর্তী ছবি ‘লাভরাত্রি’র নায়িকা পেয়েছেন। নায়িকা হলেন মধ্য প্রাচ্যের মডেল ওয়ারিনা হুসেন।

অবশেষে লড়কি পেলেন ভাইজান

‘মুঝে লড়কি মিল গয়ি’ বলে স্টেটাসটা সল্লু মিঞা আপলোড করতেই সবাই ভাবতে শুরু করেন যাক, এবার তা হলে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলারে’র তকমাটা ঝেড়েই ফেললেন ভাইজান।

দেরি হলেও বিয়ের পাত্রী অবশেষে পেয়েছেন ভাইজান। সত্যিটা উদ্ঘাটন হয় তার পরেই।, যে বিয়ের পাত্রী নয়, নিজের প্রোডাকশনের পরবর্তী ছবি ‘লাভরাত্রি’র নায়িকা পেয়েছেন।

নায়িকা হলেন মধ্য প্রাচ্যের মডেল ওয়ারিনা হুসেন। লাভরাত্রিতে ডেবিউ হবে ওয়ারিনা হুসেনের সঙ্গে সলমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মার। আয়ুশের সঙ্গে স্ক্রিন শেয়ারের জন্য ভাইজান খঁজছিলেন নতুন কোনও মুখ।

অবশেষে সেই খোঁজা শেষ হল। ওয়ারিনা হুসেনের জন্ম ও বেড়ে ওঠা মধ্য প্রাচ্যে। ক্যাডবেরি সিল্কের বিজ্ঞাপনে দেখা যায় তাকে। এই নতুন জুটি কেমন লাগবে সিনেমাপ্রেমীদের তার জন্য অপ্রক্ষা করতে হবে আরও কিছুটা সময়।