• facebook
  • twitter
Thursday, 12 June, 2025

বেলা শেষের স্মৃতিকথন

দাম্পত্য যেন সেই ইঁদুরটির মতো, মুক্তি পেয়েও যে নিতান্ত জৈবিক অভ্যাসেই ফিরে আসে, সংসারের কলে আটকা পড়বে বলে। পরমব্রত চট্টোপাধ্যায় নির্দেশিত ‘এই রাত তোমার আমার’ দেখে তাঁর অনুভবের কথা লিখেছেন অবন্তী সিনহা

একটি নিটোল দাম্পত্য সম্পর্ক মানে কী? দাম্পত্য কি আদৌ নিটোল হয়? নাকি সমস্ত সম্পর্কের মতোই তাতেও এক টুকরো জমাট অন্ধকার কিংবা হিমবাহের মতো কোনও শৈত্য থাকে? পঞ্চাশ বছর পর যদি একটি গোপন কন্দরের খোঁজ পান কোনও দম্পতি, যেখান থেকে বেরিয়ে আসে কোনও গোপন সত্য! একটি দুর্যোগের রাতে, ঠিক তেমনটাই ঘটে ‘অমর’ ও ‘জয়িতা’র জীবনে।

অপর্ণা সেন ও অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার’ ছবিতে এক প্রৌঢ় দম্পতির বিয়ের সুবর্ণ জয়ন্তীর রাতের গল্প নিয়ে, একটি সংবেদনশীল ছবি করেছেন নির্দেশক পরমব্রত চট্টোপাধ্যায়। জয়িতা (অপর্ণা সেন) ক্যানসারে আক্রান্ত। একমাত্র সন্তান জয় (পরমব্রত চট্টোপাধ্যায়) এই প্রজন্মের মূল্যবোধে বিশ্বাসী। সে বাবার (অঞ্জন দত্ত) চায়ের ব্যবসায় যোগদান না করে, বিদেশি প্রকাশনী সংস্থার চাকরিকেই প্রাধান্য দেয়। ফলে, অমর-জয়িতার পরস্পরের প্রতি নির্ভরতা এবং তাঁদের একক জীবন, বর্তমান সময়ে আপনার আমার চেনা বহু নিঃসঙ্গ প্রৌঢ় দম্পতির কথাই মনে পড়িয়ে দেবে।

চা বাগানের পাশে তাঁদের ছবির মতো বাড়িতে, একটা দমচাপা গুমোট ভাব। জীবনের গতিময়তা যেখানে মন্থর, সেখানে একমাত্র প্রাণের স্পন্দন বয়ে আনে একটি ইঁদুর। সে বাড়িময় তার দৌরাত্ম্য জানান দেয়। দু’জন মানুষ তাঁদের রোমন্থনে বয়ে আনেন খণ্ডিত কিছু মুহূর্ত। অতীত এবং বর্তমানের নানা প্রসঙ্গ টেনে অবিরাম কথোপকথনের মাধ্যমে, নিজেকে প্রকাশ করতে শুরু করেন দুজনেই। আসলে সংসারের একটা পুনরাবৃত্তি আছে। দাম্পত্য যেন সেই ইঁদুরটির মতোই, মুক্তি পেয়েও যে নিতান্ত জৈবিক অভ্যাসেই ফিরে আসে, সংসারের কলে আটকা পড়বে বলে।

‘একটি রাতের গল্প’ নিয়ে ছবি এর আগেও অবশ্য হয়েছে। হিন্দিতে সুধীর মিশ্রর ‘ইস রাত কি সুবহ নেহি’, বা রাম গোপাল ভার্মার থ্রিলার ‘কৌন’। বাংলায়, হীরেন নাগ পরিচালিত ‘থানা থেকে আসছি’, মৃণাল সেন নির্দেশিত ‘এক দিন প্রতিদিন’ কিংবা ঋতুপর্ণ ঘোষের ‘উনিশে এপ্রিল’- সবগুলিরই কাহিনী এমনই একটি রাতের ঘটনা-নির্ভর।

পরমব্রতর ‘এই রাত তোমার আমার’-এর ভিজুয়াল ট্রিটমেন্ট-এ আউটডোর শটের ব্যবহার নামমাত্র। তেমন কোনও অপ্রত্যাশিত টুইস্ট বা ঘটনার অভিঘাত নেই। ফ্ল্যাশব্যাক দেখানোর পথেও হাঁটেননি পরিচালক। ফলে ভীষণরকম কথোপকথন নির্ভর ছবিটিকে, অভিনয় দিয়ে অনেকটাই সামলেছেন দুই বর্ষীয়ান শিল্পী। নাটক হিসেবে এই কাহিনীর মঞ্চায়ন মন্দ হতো না। ছবির এক অংশে পুরনো টেপরেকর্ডারে শোনা যায় কয়েকটি রবীন্দ্রসঙ্গীত, যার মধ্যে ‘তুমি রবে নীরবে’, গানটি গেয়েছেন অঞ্জন স্বয়ং। বিষয় হিসেবে বেশ ভারী, ফলে ছবির গতিও কিছুটা মন্থর।

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, ‘এই রাত তোমার আমার’ প্রদর্শিত হয়। পর্দায় জুটি হিসাবে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের একসঙ্গে আসার বিষয়টি দর্শকদের মধ্যে কৌতুহল জাগিয়েছিল। শেষবার একই ছবিতে অঞ্জন এবং অপর্ণাকে দেখা গিয়েছিল, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক যে ছিল রাজা’ ছবিতে।

এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’ তৈরি করেছেন পরমব্রত। এই বছর ‘হাওয়া বদল টু’-এর কাজ শেষ করেছেন তিনি। হইচই-তে সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ‘পর্ণশবরীর শাপ’-এর সিক্যুয়েল ‘নিকষ ছায়া’। হাসি এবং হরর-এর পাশাপাশি, এই দফায় বয়স্কদের জীবনের সঙ্গে জড়িত নানা সমস্যা, আবেগ ও শারীরিক অক্ষমতার খুঁটিনাটি নিয়ে একটি সিরিয়াস ছবিই করতে চেয়েছিলেন পরমব্রত। এসভিএফ প্রযোজিত ‘এই রাত তোমার আমার’ আজ থেকে মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।