• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লিতে হুমায়ুনের সমাধিক্ষেত্রের গম্বুজে ধস, চাপা পড়েছেন অন্তত ৮ জন

ধ্বংসস্তূপের নিচে আট থেকে নয় জন পর্যটক আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

শুক্রবার বিকেলে আচমকাই ভেঙে পড়ল দক্ষিণ দিল্লির পূর্ব নিজামুদ্দিনে অবস্থিত ঐতিহাসিক হুমায়ুনের সমাধিক্ষেত্রের একটি গম্বুজ। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থাপত্যের এই গম্বুজ ধসে অন্তত আট জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

দিল্লি দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল সাড়ে চারটা নাগাদ সমাধিক্ষেত্রের একটি গম্বুজ আচমকা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আট থেকে নয় জন পর্যটক আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

Advertisement

দমকলের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুটির দিন হওয়ায় ওই সময় সমাধিক্ষেত্রে প্রচুর পর্যটক উপস্থিত ছিলেন। আহত ও নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। সূত্রের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

সুলতানি যুগের পরে ভারতে মোগল স্থাপত্যের প্রথম নিদর্শন হিসেবে বিবেচিত হয় হুমায়ুনের সমাধিক্ষেত্র। মোগল সম্রাট হুমায়ুনের মৃত্যুর ছয় বছর পর, ১৫৬২ সালে তাঁর স্ত্রী হামিদা বানু বেগম বুখারার বিখ্যাত স্থপতি মির্জা গিয়াসের তত্ত্বাবধানে এই স্মৃতিসৌধ নির্মাণ করেন। উদ্যানবেষ্টিত এই সমাধি পরবর্তী মোগল স্থাপত্য, এমনকি তাজমহলেরও অনুপ্রেরণা হিসাবে পরিচিত।

ইতিহাসবিদদের মতে, এই ধস শুধু একটি দুর্ঘটনা নয়, বরং ঐতিহ্য রক্ষায় অবহেলার চিহ্নও বয়ে আনে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত কতজন চাপা পড়েছেন বা হতাহতের প্রকৃত চিত্র স্পষ্ট হবে না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Advertisement