• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কিলার লুকে অ্যানিম্যালের প্রি-টিজারেই বাজিমাত করলেন রণবীর কপুর।

কলকাতা:- কিলার লুকে অ্যানিম্যালের প্রি-টিজারেই বাজিমাত করলেন রণবীর কপুর। টিজারে দেখা গিয়েছে কুঠার হাতে একাই নিকেশ করেছেন প্রতিপক্ষকে। রবিবার দুপুরে অ্যানিম্যাল প্রি টিজার রিলিজ করেছে। ইতিমধ্যেই দু’ লাখ ১৮ হাজার ইউটিউব ইউজার লাইক করেছেন ওই প্রি-টিজারটিকে। রণবীরের নয়া অবতার দেখে মুগ্ধ তার স্ত্রী আলিয়া ভাট এবং তাঁর ফ্যানেরা। প্রসঙ্গত, রবিবার দুপুরে মাত্র ৫০ সেকেন্ডের মধ্যেই

কলকাতা:- কিলার লুকে অ্যানিম্যালের প্রি-টিজারেই বাজিমাত করলেন রণবীর কপুর। টিজারে দেখা গিয়েছে কুঠার হাতে একাই নিকেশ করেছেন প্রতিপক্ষকে। রবিবার দুপুরে অ্যানিম্যাল প্রি টিজার রিলিজ করেছে। ইতিমধ্যেই দু’ লাখ ১৮ হাজার ইউটিউব ইউজার লাইক করেছেন ওই প্রি-টিজারটিকে। রণবীরের নয়া অবতার দেখে মুগ্ধ তার স্ত্রী আলিয়া ভাট এবং তাঁর ফ্যানেরা।

প্রসঙ্গত, রবিবার দুপুরে মাত্র ৫০ সেকেন্ডের মধ্যেই লাইমলাইট কেড়ে নিয়েছেন রণবীর কপুর। বর্তমানে নেটপাড়ায় আলোচনার মুখ্য বিষয় হল রণবীর কপুর এবং তাঁর আপকামিং ছবি অ্যানিম্যাল কে নিয়ে। ‘তু ঝুটি ম্যায় মক্কা’ ছবিতে কাজ করার সময়েই রণবীর কপুর জানিয়ে দিয়েছিলেন, তিনি আর রোম্যান্টিক সিনেমায় কাজ করবেন না। এবার তিনি ব্যতিক্রমী ছবিতে কাজ করতে চান। তিনি একেবারে অ্যাকশন প্যাকড অবতারে কামব্যাক করলেন। তাঁর কাজ দেখে ফিদা হয়ে গিয়েছেন স্ত্রী আলিয়া ভাট। রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অ্যানিম্যালের প্রি-টিজার শেয়ার করেন আলিয়া ভাট। প্রসঙ্গত, অ্যানিম্যাল ছবিতে রশ্মিকা মন্দনার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রণবীর কপুরকে। এই সিনেমায় তৃপ্তি ডিমরি, পরিণীতি চোপড়া, ববি দেওল, অনিল কপুর, সৌরভ শুক্লা এবং শরৎ সক্সেনার মতো অভিনেতাদেরও অভিনয় করতে দেখা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement