রাজকুমার রাও ও তৃপ্তি দিমরির ছবি ‘ভিকি ভিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ বক্স অফিসে ভালোই পাঙ্গা নিয়েছে আলিয়া ভাটের ‘জিগরা’র সঙ্গে। রাজ শাণ্ডিল্য নির্দেশিত ‘ভিকি ভিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’- ছবির হল কালেকশন এই মুহূর্তে ২৫.১৫ কোটি।
রাজ রীতিমতো উল্লসিত এই ছবির সাফল্যে। তিনি দীর্ঘ সময় ধরেই নাকি রাজকুমার রাওয়ের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ র আগে এটি কখনওই কার্যকর হয়নি। তিনি এখন স্বীকার করে নিয়েছেন, যখনই কিছু ঘটার কথা থাকে, তখনই তা ঘটে। তার আগে নয়।
Advertisement
৯০-এর দশকের প্রেক্ষাপটে, ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ একটি বিবাহিত দম্পতির গল্প, যারা তাদের অন্তরঙ্গ ভিডিয়োর একটি টেপ চুরি হয়ে যাওয়ার পরে সমস্যায় পড়ে। পরিস্থিতি ঘোরালো হয় আরও, যখন এক রহস্যময় ব্যক্তি টেপ প্রকাশ না করার বিনিময়ে তাদের কাছে টাকা চাওয়া শুরু করে । ছবির এই টুইস্ট বক্স অফিসে সাফল্য আনায় খুশি এখন গোটা টিম।
Advertisement
Advertisement



