• facebook
  • twitter
Sunday, 27 July, 2025

রাজকুমারের বাংলায় ছক্কা, তাজ্জব প্রসেনজিৎ

‘বাইশে শ্রাবণ’, ‘দশম অবতার’ এ দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিয়েছিলেন প্রসেনজিৎ। আবারও পুলিশ অফিসারের চরিত্র।

‘বাইশে শ্রাবণ’, ‘দশম অবতার’ এ দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিয়েছিলেন প্রসেনজিৎ। আবারও পুলিশ অফিসারের চরিত্র। তবে এবার টলিউডে নয়, বলিউডে। মঙ্গলবার মুম্বইয়ে ‘মালিক’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একমঞ্চে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রাজকুমার রাও। সেখানেই চমকে দিলেন রাজকুমার রাও। সাংবাদিকের বাংলা প্রশ্নের চটজলদি হিন্দি তর্জমা করে দিলেন রাজকুমার রাও। সৌরভ গাঙ্গুলীর বায়োপিক করার প্রস্তুতিতে যে বাংলা ভালোই রপ্ত করছেন তা বোঝাই গেল।

‘প্রবীর রায়চৌধুরি’র ধারা কি ‘মালিক’-এও অব্যাহত থাকবে? প্রসেনজিতকে বাংলায় এ প্রশ্ন করা হলে, অভিনেতা প্রশ্ন করেন, বাংলায় প্রশ্ন করার কী দরকার? পাশেই বসে থাকা রাজকুমার রাও প্রায় তড়িৎগতিতে ‘দাদা’র মুখ থেকে কথা কেড়ে নিয়ে প্রশ্নটির হিন্দিতে অনুবাদ করে সকলকে চমকে দেন।

পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়েও প্রশ্ন করা হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, “সৌরভের সঙ্গে দেখা হয়েছিল কয়েকদিন আগেই। সেখানেই সৌরভকে বলি, আমি এই ছবির জন্য খুব খুশি। আমি ওকে এও বলেছিলাম যে, খুব শিগগিরি রাজকুমারের সঙ্গে দেখা হবে। ওঁর সঙ্গে একটা ছবিতে কাজ করছি। সামনেই বড়পর্দায় সেই ছবির মুক্তি। আমি, সৌরভ ও রাজকুমার দু’জনকেই বায়োপিকের জন্য শুভেচ্ছা জানাব।”

রাজকুমারের বাংলা যোগ সকলের জানা। নেপথ্যে স্ত্রী তথা অভিনেত্রী পত্রলেখা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বাংলা বলার দক্ষতার ঝলকও দেখিয়েছেন অভিনেতা। জুলাই মাসেই এই বায়োপিকের শুটিং শুরু হওয়ার কথা।