অস্কারপ্রাপক ভানু আথাইয়ার জীবনাবসান

বৃহস্পতিবার কস্টিউম ডিজাইনার তথা ভারতের প্রথম অস্কার প্রাপক ভানু আথাইয়ার জীবনাবসান ঘটে। এ খবর তার কন্যা জানান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

Written by SNS Mumbai | October 16, 2020 5:15 pm

ভানু আথাইয়ার (Photo: Twitter/@asjadnazir)

আবার নক্ষত্র পতন। দীর্ঘ রােগ ভােগের পর বৃহস্পতিবার কস্টিউম ডিজাইনার তথা ভারতের প্রথম অস্কার প্রাপক ভানু আথাইয়ার জীবনাবসান ঘটে। এ খবর তার কন্যা জানান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

তাঁর শেষকৃত্য দক্ষিণ মুম্বইয়ের চন্দনওয়ারি শশ্মানে সম্পন্ন হবে। তাঁর কন্যা আরও জানিয়েছেন, এদিন ভােরবেলা ঘুমের মধ্যে ভানু আথাইয়ার মৃত্যু হয়। আট বছর ধরে তিনি ব্রেন ক্যানসারে ভুগছিলেন। গত তিন বছর ধরে তার শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্থ হওয়ায় শয্যাশায়ী ছিলেন।

১৯৮৩ সালে ‘গান্ধি’ ছবির জন্য আথাইয়া অস্থার পেয়েছিলেন। এমনকি রিচার্ড অ্যাটেনবরাের এই ছবিতে সেরা পােশাক ডিজাইনের জন্য অ্যাকাডেমি পুরস্কারও পান।

প্রতিভার জোরে তিনি হিন্দি ছবিতে নিজের জায়গা করে নিয়েছিলেন। তারমধ্যে উল্লেখযােগ্য ছবি বৈজয়ন্তীমালার ‘আম্রপালি’, ওয়াহিদা রহমনের ‘গাইড’ এবং জিনত আমনের ‘সত্যম শিবম সুন্দরম’। কিংবদন্তির মৃত্যুতে শােকস্তব্ধ চলচ্চিত্র মহল।