গান্ধি মূর্তির পাদদেশ থেকে গ্রেফতার রূপা, অগ্নিমিত্রা

প্রতিবাদে শুক্রবার বিকেলে মেয়ো রােডে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির দুই নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল।

Written by SNS Kolkata | May 8, 2021 5:35 pm

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (ছবি: ফেসবুক | @agnimitra.in)

রাজ্যে ভােট পরবর্তী হিংসার প্রতিবাদে শুক্রবার বিকেলে মেয়ো রােডে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির দুই নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল। করােনা বিধি লঙ্ঘনের অভিযােগে পুলিশ গ্রেফতার করে তাঁদের। লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয় বিজেপি নেত্রীদের।

এরপর কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পান তারা। ভােট পরবর্তী হিংসায়। মেয়েদের উপর অত্যাচার চালানাে হচ্ছে জানিয়ে মেয়ে রোড়ে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেন বিজেপির মহিলা নেত্রীর।

বিজেপির মহিলা মাের্চার সভাপতি অগ্নিমিত্রা পাল বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা, তার রাজ্যে মহিলাদের উপর এমন অত্যাচার হয়। কী ভাবে?’ প্রশাসনের কাছে ২০ জনের জমায়েতের অনুমতি নিয়েছিলাম আমরা।

তবে শেষ পর্যন্ত জমায়েতে ২০ জনও আসেননি। ছিলেন মাত্র ৮ জন। তারপরও কোভিড বিধি লঙ্ঘনের অভিযােগে পুলিশ আমাদের গ্রেফতার করে। আসলে প্রতিবাদ করতে দেবে না বলেই পুলিশ গ্রেফতার করে।