• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতীর স্বামীকেও গ্রেফতার করল এনসিবি

রবিবার কমেডিয়ান ভারতী সিংয়ের স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেফতার করলাে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরাে বা এনসিবি।

ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া। (Photo: Pinterest)

রবিবার কমেডিয়ান ভারতী সিংয়ের স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেফতার করলাে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরাে বা এনসিবি। শনিবার হর্ষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তারপর টানা ১৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর হর্ষকে এদিন গ্রেফতার করা হয়।

এর আগে শনিবার রাতেই মাদক যােগে গ্রেফতার করা হয়েছিল ভারতী সিং’কে। রবিবার তাদের আদালতে তােলা হলে আদালত তাদেরকে ৪ ডিসেম্বর অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। 

Advertisement

এনসিবি সূত্রের খবর এক মাদক বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের মধ্যেই উঠে আসে ভারতী ও তার স্বামীর নাম। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৬.৫ গ্রাম গাঁজা পাওয়া গিয়েছে বলে এনসিবি সূত্রের খবর।

Advertisement

এনসিবির দাবি জেরাতে ভারতী এবং তার স্বামী হর্ষ দুজনেই গাঁজা খাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই তদন্তে নেমে বলিউডের মাদক যােগ এনসিবির সামনে আসে। তারপরেই বিভিন্ন তারকাদের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে শুরু করে এনসিবি।

Advertisement