অযোধ্যায়, ১৫ জানুয়ারি: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। গোটা দেশবাসীর নজর এখন সেদিকেই। কৌতূহলে রয়েছেন প্রভু রামের ভক্তরা। আর তার মধ্যেই আরও একটি সুখবর অযোধ্যাবাসীর কাছে। রামলালার প্রতিবেশী হতে চলেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। সেখানে তিনি স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে ফেলেছেন। প্রায় সাড়ে চৌদ্দ কোটি টাকা খরচ করে জমি কিনেছেন ‘বিগ বি’।
জানা গিয়েছে, সেখানে প্রায় দশ হাজার বর্গ ফুটের একটি প্লট কিনেছেন অমিতাভ বচ্চন। অযোধ্যার রাম মন্দির থেকে মাত্র ১৩ মিনিটের দূরত্বে একটি অভিজাত এলাকায় এই জমি কিনেছেন তিনি। ফলে মন খারাপ করলেই যখন তখন রামলালার সঙ্গে দেখা করতে যাবেন ‘বিগ বি’। তাছাড়া তাঁর এই জমির খুব কাছেই রয়েছে অযোধ্যা বিমানবন্দর। ফলে সৌভাগ্য থাকলে রামলালার সঙ্গে সঙ্গে বলিউড শাহেনশার সঙ্গেও দর্শনার্থীদের দেখা হয়ে যাওয়াটা অসম্ভব কিছু নয়। যদিও তাঁর কেনা জমিতে কী ধরণের নির্মাণ হবে, সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Advertisement
Advertisement
Advertisement



