• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রেম পর্বের অদেখা ছবি পোস্ট করলেন করিনা

বলিউডের ছোটে নবাব ও কাপুর খানদানের শাহজাদী করিনা কাপুর বিবাহ বার্ষিকীতে সঈফের সঙ্গে ডেটিংয়ের একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন করিনা।

বলিউডের ছোটে নবাব ও কাপুর খানদানের শাহজাদী করিনা কাপুর (Photo:SNS)

২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে কবে ছিলেন বলিউডের ছোটে নবাব ও কাপুর খানদানের শাহজাদী করিনা কাপুর বিবাহ বার্ষিকীতে সঈফের সঙ্গে ডেটিংয়ের একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন করিনা। ছবিটি গ্রিসে তোলা। সে সময় কুরবান ছবির শুটিংয়ের জন্য গ্রিসে গিয়েছিলেন দুই তারকা।

একটি রেস্তরাঁয় তোলা হয় ছবিটি। সেখানে করিনা ও সঈফকে দেখা গিয়েছে অন্তরঙ্গ অবস্থায়। এতদিন মিডিয়ার আড়ালেই ছিল ছবিটি। সেটি জনসমক্ষে আনলেন করিনা নিজেই, তাদের ৯ বছরের বিবাহ বার্ষিকীতে। ছবি পোস্ট করে সঈফের উদ্দেশ্যে ভালবাসায় ভরা একটি নোটও লিখেছেন নবাব-বধু। লিখেছেন ওয়ান্স আপন আ টাইম ইন গ্রিস।

Advertisement

এক বাটি স্যুপ ছিল আর আমরা ছিলাম। সেটাই আমার জীবন বদলে দিল। পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম পুরুষকে জানাতে চাই শুভ বিবাহবার্ষিকী। ছবিতে করিনাকে দেখা গিয়েছে ধূসর রঙের একটি শালে। তার হাত দুটি সঈফের গলা জড়িয়ে আছে। সঈফ পরেছেন একটি লাল শার্ট। কুরবানের ফ্রেঞ্চ কাট লুকে রয়েছেন তিনি।

Advertisement

Advertisement