• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কমলার প্রশংসায় বাইডেনকে ‘গজনী’ বানালেন কঙ্গনা

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এবার কঙ্গনা বলিউডের ফিল্ম গজনীর আমির খানের চরিত্রের সঙ্গে তুলনা করলেন। 

কঙ্গনা রানাওয়াত (File photo: IANS)

বিনােদন থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি সব বিষয়েই সােশ্যাল মিডিয়ায় খােলামেলাভাবে নিজের মত জানাতে তৎপর অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ফের তিনি মুখ খুললেন। এবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এবার তিনি বলিউডের ফিল্ম গজনীর আমির খানের চরিত্রের সঙ্গে তুলনা করলেন। 

তবে ভারতীয় বংশােদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পাশেই দাঁড়িয়েছেন তিনি। কমলা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন– এই খবর শােনার পর টুইটে সে ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানান কঙ্গনা রানাওয়াত। 

Advertisement

কমলার বক্তৃতার একটি ভিডিও টুইট করে তিনি লেখেন, গজনী বাইডেন সম্পর্কে নিশ্চিত নই, কারণ তাঁর ডেটা পাঁচ মিনিট অন্তরঅন্তর ক্র্যাশ করে। ওঁরা তাঁর ওর যা ইঞ্জেকশন দিয়েছেন কোনওটাই এক বছরের বেশি টেকেনি। কাজেই এটা স্পষ্ট যে কমলা হ্যারিসই শােটা চালাবেন। 

Advertisement

কঙ্গনা আরও লিখেছেন যে যখন একজন মহিলা ওপরে ওঠেন, তিনিই সব মহিলাদের রাস্তা করে দেন। এই ঐতিহাসিক দিনে আনন্দ করুন। হাততালি, হাততালি, হাততালি।

Advertisement