হামলার দাম দিতে হবে রাশিয়াকে: বাইডেন

ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর থেকেই পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার নির্দেশ দিয়েছেন পুতিন।

Written by SNS Washington | February 25, 2022 11:06 am

ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর থেকেই পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার এই পদক্ষেপের সমালোচনা করেই আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ ইউক্রেনে মৃত্যুমিছিল ডেকে আনবে।

আর তার জন্য গোটা বিশ্ব দায়ী মানবে রাশিয়াকেই ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে প্ররোচনাহীন এবং অযৌক্তিক বলে নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সেই সঙ্গে জানিয়ে দিলেন, রাশিয়াকে এই পদক্ষেপের দাম চোকাতে হবে।

এর আগেও আমেরিকা বার বার সতর্ক করেছে রাশিয়াকে। আর্থিক সহায়তা বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন।

এদিন পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরই আমেরিকার প্রেসিডেন্ট একটি বিবৃতি জারি করেন।

তাতে বলা হয়েছে এই সিদ্ধান্তের ফলে রাশিয়াকে কী পরিণাম দিতে হতে পারে, তা খুব শীঘ্রই স্পষ্ট করবেন তিনি।

বাইডেন বেশ স্পষ্ট করেই জানিয়ে দেন, ইউক্রেনে যেভাবে বিনা প্ররোচনায় এবং অকারণে সেনা অভিযানের ঘোষণা করেছে রাশিয়া, তার মূল্য পুতিনকে দিতে হবে।