বাবার হাত ধরেই পরিচালনায় আসা। আর তারপরে লাক বাই চান্স, জিন্দেগি না মিলেগি দোবারা, গলি বয় মত ছবি করে পরিচালকদের মধ্যে জায়গা করে নিয়েছেন জাভেদ আখতার কন্যা জোয়া আখতার।
এবার তিনি করতে চলেছেন সেলিম-জাভেদকে নিয়ে ডকু-ড্রামা। জোয়া মনে করেছেন তার বাবা জাভেদ আখতার ও সেলিম খান এই জুটি চিত্রনাট্যকার হিসেবে বলিউডের মােড় ঘুরিয়ে দিয়েছিলেন।
Advertisement
প্রথমদিকে তিনি ভেবেছিলেন এদের নিয়ে তিনি ছবি করবেন। কিন্তু করােনার কারণে লকডাউন হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা বাতিল হয়। আপাতত জোয়া ভেবেছেন সেলিম-জাভেদকে নিয়ে একটি ডকু ড্রামা তৈরি হবে। দু’বছর ধরে তিনি এই বিষয়ে রিসার্চ করেছেন। তবে সেলিম খান এবং জাভেদ আখতার এই ডকু-ড্রামাতে অভিনয় করবেন কিনা তা জানা যায়নি।
Advertisement
Advertisement



