• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

আর্থিক দুর্নীতিতে নাম জড়ালাে জ্যাকলিন ফার্নান্দেজের

আর্থিক দুর্নীতিতে এবার নাম জড়ালাে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। দিল্লিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি র আধিকারিকরা।

জ্যাকলিন ফার্নান্দেজ (Photo: IANS)

আর্থিক দুর্নীতিতে এবার নাম জড়ালাে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। দিল্লিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি র আধিকারিকরা। গত পাঁচ ঘণ্টা ধরে ইডির হেফাজতে রয়েছেন অভিনেত্রী।

গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে মাদক কাণ্ডের তদন্তে কোমর বেঁধে নেমেছে এনসিবি। চুপ করে নেই ইডিও। দুর্নীতির সঙ্গে যুক্ত সকলকেই তারা তলব করছে, প্রযজনে পরাচ্ছে হাতকড়াও। বি-টাউনের বড় বড় নামও বাদ যায়নি।

Advertisement

এবার জ্যাকলিন ফার্নান্দেজের নামও উঠে এল সেই তালিকায়। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতির অভিযােগ নেই, তবে তিনি এমন বেআইনি কাজের সাক্ষী ছিলেন বলে অভিযােগ উঠেছে।

Advertisement

প্রসঙ্গত, এর আগে মাদক কাণ্ডে এনসিবি তলব করেছিল দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর রাকুল প্রীতদের মতাে অভিনেত্রীদের তখন বলিউডের নামে কলঙ্ক লেগেছিল। বয়কটের ডাকও উঠেছিল সােশ্যাল মিডিয়ায়।

এরপর হাল আমলে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বলিউডে একের পর এক পুলিশি হাঙ্গামা লেগেই আছে।

Advertisement