প্রশ্ন: ফ্রেবুয়ারি মাসের প্রতি পায়েলের একটা দুর্বলতা আছে বলে জানি। কিন্ত কেন প্রেমের মাস বলে?
পায়েল : আমার তো সব মাসই প্রেমের মাস বলে মনে হয়। (হাসতে হাসতে) আসলে এটা আমার জন্ম-মাস। তাই এই মাসটা আমার কাছে একটু বেশি প্রিয়। ১০ ফ্রেবুয়ারি আমার জন্মদিন চলে গেল।
প্রশ্ন: বাহ্ জন্মদিন আর প্রেমদিবস একেবারে পর পর। জন্মদিন নিয়ে পায়েল এখনও অবসেসড।
পায়েল : জন্মদিন নিয়ে এখনও আমার একটা আলাদা উত্তেজনা আছে। নতুন বছর পড়ে গেলেই আমি এখনও মাকে মনে করাতে থাকি ১০ তারিখ কিন্তু আমার জন্মদিন আসছে। মা বলে ওটা ভুলতে চাইলেও পারব না। আর আমি বলি, গিফটটা ঠিক সময়ই পেতে হবে তো, যাতে আবার মিস না হয়ে যায়।
প্রশ্ন: মা এখনও ঘটা করে মেয়ের জন্মদিন পালন করেন? কী উপহার দেন?
পায়েল: জন্মদিন পালনের ধরনটা বদলে গেলেও, মা এখনও রান্না করে খাওয়ান। গয়না থেকে শুরু করে ড্রেস এখনও উপহার দেন।
প্রশ্ন: পায়েল এখন অনেক বড় হয়ে গেছে। ছোটবেলার জন্মদিনটা কীভাবে পালন হতো?
পায়েল: স্কুল থাকলে স্কুলে যেতাম। বন্ধুদের চকোলেট দিতাম। সন্ধেবেলা পাড়ার বন্ধুরা আসত। কয়েকজন আত্মীয়। টুপি পরে বেলুন ফুলিয়ে বন্ধুদের নিয়ে কেক কাটতাম। খুব মজা হতো। এখন তো দিনটা আসে আর চলে যায়। তবে এখন ওই দিন কাজ থাকলে আমি কাজটাও করি। ছুটি নিই না। কাজ করে বাড়ি ফিরে পার্টি হয়।
প্রশ্ন : প্রেমদিবস পায়েলের কাছে কীভাবে আসে?
পায়েল : দেখো আমার মনে হয় সত্যিই কেউ যদি কারুর প্রেমে পড়ে তাহলে ওই দিনটাই হবে তার প্রেমদিবস। ‘ভ্যালেন্টাইনস ডে’র জন্য অপেক্ষা করে লাভ নেই। আর আমি বরাবরই প্রেমপত্রর থেকে সরাসরি প্রোপোজ করাতে বিশ্বাসী।
তবে এবছর ফেব্রুয়ারি মাস আমার কাছে একটু বিশেষ ছিল। প্রেমদিবসের দিন আমাদের ছবি ‘বাবুসোনা’ মুক্তি পেল। আমি অনেকদিন পরে আবার একটা মজার কমেডি ছবিতে অভিনয় করলাম।
প্রশ্ন: প্রেম করার সময় প্রেমিককে কখনও কি ‘বাবুসোনা’ বলে ডেকেছ?
পায়েল: না, প্লিজ! আমি কখনওই ন্যাকা প্রেম করতে পারি না। ন্যাকা প্রেমে লোকে ‘বাবুসোনা’ বলে ডাকে। আর না হলে মাম্মাজ বয়। চল্লিশ বছরের ছেলেকে তার মা ‘বাবুসোনা’ বলে ডাকে। তবে আমাদের ‘বাবুসোনা’ এমন না। কমার্শিয়াল মজার ছবি।
প্রশ্ন: ছোটবেলার প্রেমপত্রের কোনো ঘটনা শেয়ার করবে?
পায়েল: আমি যে বিশাল প্রেমপত্র পেতাম তা কিন্তু না। টিউশনে, কলেজে ব্যাগ ডায়েরিতে চিরকুট গুঁজে দিত। বাড়ি এসে দেখে আমার যার প্রতি ইন্টারেস্ট নেই সেখান থেকে চিরকুট পেলে আমি ফেলে দিতাম। আমার যার প্রতি ইন্টারেস্ট সে আমাকে কিছু দিলে আমার কাছে একটা স্পেশাল ব্যাপার।
প্রশ্ন: সেরকম কেউ এল পায়েল?
পায়েল: এটা খুব বাজে প্রশ্ন। না, না, হবে না (খুব জোরে হেসে)
প্রশ্ন: ২০২৫-এ কী কী ছবি করছ?
পায়েল: এবছর আরও কয়েকটা ছবি মুক্তির অপেক্ষায়। কথাবার্তাও চলছে বেশ কয়েকটা ছবি নিয়ে।
তবে সামনেই দেবারতির ছবির শুটিং শুরু হচ্ছে। ঋতুপর্ণাদির সঙ্গে অভিনয় করব।