এই প্রথম মঞ্চে অভিনয় করবেন অভিনেত্রী পায়েল সরকার। ১৩ এপ্রিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হতে চলেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘সপ্তপদী’। উত্তম কুমার- সুচিত্রা সেনের কালজয়ী ছবি এবার মঞ্চে দেখবেন দর্শক। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পরিচালনা ও রচনা বিন্যাসে এবার মঞ্চস্থ হবে ‘সপ্তপদী’। এই নাটকে রিনা ব্রাউনের ভূমিকায় অভিনয় করবেন পায়েল সরকার। আর কৃষ্ণেন্দুর ভূমিকায় অভিনয় করবেন দীপ ভট্টাচার্য। ছবি বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে দুলাল লাহিড়িকে ও রিনার মায়ের ভূমিকায় থাকবেন দোলন রায়।
ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি সব জায়গায় দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী পায়েল সরকার। কিন্তু কখনও মঞ্চে অভিনয় করেননি। পায়েল জানিয়েছেন, নতুন কোনও কিছু শুরুর কোনও বয়স হয় না। তাছাড়া রিনা ব্রাউনের মতো চরিত্রে অভিনয়ের সুযোগ কখনই হাতছাড়া করা যায় না।
একদিকে প্রথম নাট্যাভিনয়, আর একদিকে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয়। সব মিলিয়ে চাপেই রয়েছেন অভিনেত্রী।
এর আগেও পর্দার খ্যাতনামাদের মঞ্চে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে পায়েলের এটা প্রথম বার। নতুন ভূমিকায় পায়েলের অভিনয় কতটা মানুষের মনে ধরে এখন সেটাই দেখার।