• facebook
  • twitter
Friday, 11 October, 2024

রনবীর-আলিয়া জীবনে সুখবর, সন্তানসম্ভবা আলিয়া

আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ে হয়েছে প্রায় তিন মাস আগে। বিয়ের প্রায় তিনমাসের মাথায় তাদের জীবনে এল এক সুখবর।আলিয়া ভাট মা হতে চলেছেন।

আলিয়া ভাট এবং রণবীর কাপুর বলিউডের এই পাওয়ার ক্যাপলের বিয়ে হয়েছে প্রায় তিন মাস আগে। বিয়ের প্রায় তিনমাসের মাথায় তাদের জীবনে এল এক সুখবর। আলিয়া ভাট মা হতে চলেছেন।

রণবীর এবং আলিয়ার প্রথম সন্তান আসার খবর খোদ জানিয়েছেন আলিয়া। আজ সকালে নিজের ইউএসজি করানোর সময়ের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে।পাশে ছিলেন স্বামী রণবীর কাপুর।

ছবিটি পোস্ট করে আলিয়া লেখেন, শীঘ্রই আমাদের সন্তান আসছে। স্বভাবতই এই খবরে খুশির জোয়ার কাপুর এবং ভাট পরিবারে।