দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন নেহা ধুপিয়া। সােশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পােস্ট করে নেহা ও অঙ্গদ তাদের দ্বিতীয় সন্তান আসার সুখবর জানিয়েছেন। ওই ছবিতে নেহা ও অঙ্গদের সঙ্গে তাদের প্রথম সন্তান ২ বছরের মে ধুপিয়া বেদিকে দেখা গেছে।
২০১৮ সালে অঙ্গদ বেদির সঙ্গে খানিকতা লােকচক্ষুর আড়ালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলি তারকা নেহা ধুপিয়া। অঙ্গদও ইন্সটাগ্রামে ওই একই ছবি পােস্ট করে লিখেছেন, ‘বাড়িতে নতুন সদস্য আসছে। ভগবানের আশীর্বাদ চাই’।
Advertisement
Advertisement
Advertisement



