• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মা হতে চলেছেন গীতা বসরা 

২০১৫ সালের অক্টোবরে বলিউড অভিনেত্রী গীতা বসরা ও ক্রিকেটার হরভজন সিং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। লন্ডনে তাদের প্রথম সন্তান হিয়ানার জন্ম হয়।

গীতা বসরা, হিয়ানা, হরভজন সিং (Photo: IANS)

নতুন অতিথির আগমন নিয়ে উত্তেজিত অভিনেত্রী গীতা বাসরা ও ক্রিকেটার হরভজন সিং– সম্প্রতি এই সেলিব্রিটি দম্পতি ইনস্টাগ্রামে ছবি পােস্ট করে জানিয়েছেন, তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে– হিয়ানা আর কদিন পর বড় দিদি হয়ে যাবে। জুলাই মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী গীতা বসরা। 

সােশ্যাল মিডিয়ায় পােস্ট করা ওই ছবিতে হিয়ানা একটি কালাে টিশার্ট হাতে নিয়েছে– ‘সুন টু বি এ বিগ সিস্টার’। নেহা ধুপিয়া থেকে শুরু করে ক্রিকেট জগতের লােকজন সেলিব্রিটি দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। 

Advertisement

২০১৫ সালের অক্টোবরে বলিউড অভিনেত্রী গীতা বসরা ও ক্রিকেটার হরভজন সিং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। লন্ডনে তাদের প্রথম সন্তান হিয়ানার জন্ম হয়।

Advertisement

Advertisement