• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ক্ষমা চাইলেন হরভজন

ক্ষমা চাইলেন হরভজন সিং। একটি ফরােয়ার্ড করা পােস্ট যাচাই না করে সােশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ভাজ্জি। আর তাতেই তুমুল সমালােচিত হন তিনি।

হরভজন সিং (Photo: IANS)

ক্ষমা চাইলেন হরভজন সিং। একটি ফরােয়ার্ড করা পােস্ট যাচাই না করে সােশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ভাজ্জি। আর তাতেই তুমুল সমালােচিত হন তিনি। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন ভাজ্জি।

ঘটনাটির সূত্রপাত, খালিস্তানি জঙ্গি জার্নাল সিং ভিন্দ্রানওয়ালে সম্পর্কিত একটি পােস্টার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন ভাজ্জি। আর সেখানেই বিতর্কের শুরু।

Advertisement

শুধু তাই নয়, ভাজ্জি জঙ্গি জার্নালকে ‘শহিদ’ বলে ব্যাখ্যা করে তাকে সশ্রদ্ধ প্রণামও জানান। আর এর পরেই শুরু হয়ে ভাজ্জিকে নিয়ে সােশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক।

Advertisement

Advertisement