বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং কোনও আড়ম্বর ছাড়াই একান্তে তৃতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করলেন।মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই বলি দম্পতি মুম্বই থেকে সোজা উত্তরাখন্ডের উড়ে গেছিলেন।
পাহাড়ের কোলে দূষণহীন পরিবেশে কিছুটা সময় একসঙ্গে কাটানোর বেশ কিছু মুহুর্তের ছবি ফ্যানেদের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রণবীর। রিসর্টে বসে একান্তে বই পড়া হোক বা একসঙ্গে নৈশভোজ হোক দীপিকার প্রতিমুহুর্তের ছবি রণবীর ক্যামেরাবন্দি করেছেন।
Advertisement
দীপিকা পাড়ুকোন ও রণবীর তৃতীয় বর্ষের বিবাহ বার্ষিকীতে উত্তরাখন্ডের মনোরম পরিবেশে মিনি ভ্যাকেশনের বেশ কিছু ঘনিষ্ঠ ও আনন্দের মুহুর্তের ছবি ইন্সটাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন।
Advertisement
তবে কোনও ক্যাপশন নেই। শুধু হার্ট ইমোজি দিয়েই তাদের মিনি ভ্যাকেশনের আবহাওয়া বুঝিয়ে দিয়েছেন। দীর্ঘ লকডাউনের পরে দু’জনেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজের জগতে।
Advertisement



