• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

দীপিকার বিয়ের নিমন্ত্রণ তালিকায় বাদ পড়লেন কে?

বিয়ে মানেই বন্ধ-বান্ধব থেকে আত্মীয় স্বজন। দূর সম্পর্কের মাসির মেয়ে, বাবার পিসতুতো ভাইয়ের ছেলে, মেয়ের শশুরবাড়ির কিংবা বন্ধুর বন্ধু- ক্রমাগত বাড়তেই থেকে নিমন্ত্রনের লিস্ট। কাটা-ছেঁড়া হলেই মন-খারাপ হয়ে যায়, তাইতো? আর সেলেবদের হলে তো কোন কথাই নেই। কিন্তু ভেবে দেখুব আপনার এক্স-গার্লফ্রেন্ডকে রাখবেন কি আপনার নেমন্তন্নের তালিকায় – যাঁর জন্য ছাড়াছাড়ি হতে পারে আপনার মনের

দীপিকার বিয়ের নিমন্ত্রণ তালিকায় বাদ পড়লেন কে

বিয়ে মানেই বন্ধ-বান্ধব থেকে আত্মীয় স্বজন। দূর সম্পর্কের মাসির মেয়ে, বাবার পিসতুতো ভাইয়ের ছেলে, মেয়ের শশুরবাড়ির কিংবা বন্ধুর বন্ধু- ক্রমাগত বাড়তেই থেকে নিমন্ত্রনের লিস্ট। কাটা-ছেঁড়া হলেই মন-খারাপ হয়ে যায়, তাইতো?

আর সেলেবদের হলে তো কোন কথাই নেই। কিন্তু ভেবে দেখুব আপনার এক্স-গার্লফ্রেন্ডকে রাখবেন কি আপনার নেমন্তন্নের তালিকায় – যাঁর জন্য ছাড়াছাড়ি হতে পারে আপনার মনের মানুষের সঙ্গে? আপনি নিশ্চয়ই বলবেন না, না, কখনো নয়। ঠিক তেমনটাই বললেন দীপিকা পাডুকোন।

বলেছেন ক্যাটরনাকে বিয়েতে নেমন্ত নৈব নৈব চ। সম্প্রতি একটি অনুষ্ঠানে বোন নিশাকে নিয়ে হাজির ছিলেন দীপ্পি। সেখানেই সঞ্চালক তাকে প্রশ্ন করেন তিনি বিয়েতে ক্যাটকে নিমন্ত্রণ জানাবেন কিনা। দীপ্পি সরাসরি সঞ্চালককে এককথায় উত্তর দেন না।

সত্যিই তো, অভিনেত্রীরাও তো আসলে রক্ত-মাংসে গড়া মানুষই। তাদেরও তো রাগ হয়। যাঁর জন্য একদিন ভুলেছিলেন তাঁকে প্রেমিক রণবীর কাপূর, সেই ক্যাটসুন্দরী কি কে আর বিয়েতে নিমন্ত্রণ করা যায়? পুরোনো ক্ষত খুঁচিয়ে ঘা করার চেয়ে মলম লাগানোই শ্রেয়।