অবশেষে তাঁদের সদ্যোজাত পুত্রের নাম প্রকাশ্যে আনলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ছেলের নাম রাখা হয়েছে ‘ভিহান’। একইসঙ্গে সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া হয়েছে সন্তানের প্রথম ছবিও। সেই ছবির সঙ্গে লেখা হয়েছে ‘ভিহান কৌশল’। ফলে দীর্ঘদিন ধরে অনুরাগীদের কৌতূহলের অবসান ঘটিয়ে এই সুখবর জানাতেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়।
বুধবার নিজেদের সমাজমাধ্যমের পাতায় ক্যাটরিনা ও ভিকি একটি আবেগঘন ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, মা-বাবার হাতের স্পর্শে ঘুমে আচ্ছন্ন ছোট্ট ভিহান। সন্তানের মুখ পুরোপুরি না দেখালেও, ছবিতে ফুটে উঠেছে একান্ত পারিবারিক উষ্ণতা। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তারকা দম্পতি লেখেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হল। আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমাদের ছেলে ভিহান।’
Advertisement
নাম নির্বাচন নিয়েও অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ‘ভিহান’ নামের অর্থ নতুন সূচনা বা ভোরের আলো। অনেকেই মনে করছেন, এই নামের মধ্যেই নতুন জীবনের আশা ও ইতিবাচকতার বার্তা লুকিয়ে আছে। ক্যাটরিনা ও ভিকির ঘনিষ্ঠ মহলের দাবি, নাম বাছার সময় দুই পরিবারের মতামতকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
Advertisement
সন্তান জন্মের খবর সামনে আসার পর থেকেই অভিনন্দনের ঢল নেমেছিল। এবার নাম ও ছবি প্রকাশ হতেই বলিউডের একাধিক তারকা, পরিচালক ও অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সমাজমাধ্যম। অনেকেই মন্তব্য করেছেন, এই ছবি যেন নিখাদ ভালোবাসা আর শান্তির প্রতীক।
উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর থেকেই নিজেদের ব্যক্তিগত জীবন যথেষ্ট আড়ালেই রেখেছেন তাঁরা। সন্তানের জন্মের ক্ষেত্রেও সেই সংযম বজায় রেখেছিলেন। তবে এবার অনুরাগীদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়ে দম্পতি জানিয়ে দিলেন, তাঁদের জীবনে নতুন সূর্য উঠেছে।
তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মা ও ছেলে দু’জনেই সুস্থ আছেন। আপাতত পরিবারকে সময় দিতেই সমস্ত কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন ক্যাটরিনা ও ভিকি। অনুরাগীরাও অপেক্ষায়, কবে আবার পর্দায় ফিরবেন এই তারকা জুটি।
Advertisement



