বলিউডে আবার রিমেক। ১৯৯৫ সালের ‘কুলি নং ১’ ছবির রিমেক মুক্তি পাবে ২০২০ সালের ১লা মে।
পুরোনো ছবিটিতে গোবিন্দা যে ভূমিকাটিতে অভিনয় করেছিলেন রিমেকে সেই ভূমিকায় নতুন অভিনেতা বরুণ ধাওয়ান।আগেরটির মতই রিমেকটিও পরিচালনা করছেন তাঁর বাবা ডেভিড ধাওয়ান।
Advertisement
বরুণ ট্যুইট করেছেন- ‘আজ কা দিন, আগলে সাল, আয়েগা কুলি নং ওয়ান- হোগা কামাল!’ এর আগেও ‘জুরওয়া’ ছবির রিমেকে অভিনয় করেছেন বরুণ। সম্প্রতি ‘কলঙ্ক’ ছবিটিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
Advertisement
পুরোনো ছবির করিশ্মা কাপুরের ভূমিকাটিতে অভিনয় করবেন অভিনেত্রী সারা আলি খান।
সারা এদিন ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিটি কুলিদের পরিহিত একটি ব্যাজের- তাতে লেখা ‘W.RLY.No.1 licensed porter’। ‘সিম্বা’ এবং ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জিতেছেন তিনি।
ছবিটি পরিচালনা করেছেন বাসু ভাগনানি। ১৯৯৫-এর ছবিটিও তিনিই পরিচালনা করেছিলেন।
Advertisement



