• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

অ্যামাজন প্রাইমে আসছে সিটাডেল: হানি বানি

সিটাডেল আসলে ভারত, ইতালি এবং মেক্সিকোর যৌথ প্রযোজনায় নির্মিত একটি মাল্টি-সিরিজ। এতে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি রিচার্ড ম্যাডেন অভিনয় করেছেন।

আমাদের দেশি গুপ্তচরদের সময় এসেছে এবার লাইমলাইট দখল করার। রাজ-ডিকে-র ‘সিটাডেল হানি বানি’র বহুল প্রতীক্ষিত ট্রেলারটি সম্প্রতি মুক্তি পাওয়ার পরই, এমন একটা ভরসা তৈরি হচ্ছে দর্শকদের মনে। ট্রেলারটিতে স্টান্টম্যান বানি (বরুণ ধাওয়ান) এবং সংগ্রামরত অভিনেত্রী হানির পরিচয় দেওয়া হয়েছে। (সামান্থা রুথ প্রভু )।
অ্যাকশন-প্যাকড ট্রেলারটি অত্যন্ত নজর কেড়েছে দর্শকদের। বন্দুক এবং গুলি চালানোর রোমহর্ষক মুহূর্ত তুলে ধরা হয়েছে দৃশ্যে।

হানি এবং বানির একটি অতীত রয়েছে। ঘটনার ধারাবিহিকতায় বিচ্ছিন্ন হলেও, তারা পুনরায় মিলিত হয়। তাদের ছোট মেয়ে নাদিয়াকে রক্ষা করার লড়াইতে নামে দু’জনে। মজার বিষয় হল, প্রিয়াঙ্কা চোপড়া, যিনি সিটাডেল-এর ইউকে সংস্করণের শিরোনাম করেছিলেন, এই সিরিজে তাঁর নাম ছিল নাদিয়া। ট্রেলারটি নাদিয়ার একটি লাইন দিয়ে শেষ হয়, ‘সবাই মারা যাচ্ছে বা তাদের মারা হচ্ছে। আমি এখনও নেহাতই ছেলেমানুষ, তুমি জানো’। রাজ এবং ডিকে ট্রেলারটিতে বিনোদনের জমজমাট উপাদান রেখেছেন।

ট্রেলার লঞ্চ হওয়ার পরে, বরুণ ধাওয়ান জানিয়েছেন, তিনি সামান্থার দৃঢ় সংকল্প এবং ধৈর্য দেখে মুগ্ধ। শুটিংয়ের সময় অসুস্থতার কারণে নায়িকাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। বরুন বলেন, ‘সত্যি বলতে কী, সামান্থার তুলনায় আমার প্রস্তুতি অনেক সহজ ছিল। কিন্তু আমি ওর লড়াই আর আত্মবিশ্বাসে মুগ্ধ।’ সকলেই জানেন, সামান্থা রুথ প্রভু ২০২২ সালে প্রকাশ করেছিলেন যে, তিনি মায়োসাইটিস নামে একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছেন।

এদিকে ট্রেলার দেখে বেশ খুশি সামান্থা। বলেন, ‘আমি কখনও কল্পনাও করিনি যে, অ্যাকশন করব। ‘সিটাডেল’-এর অংশ হতে পেরে আমি রাজ, ডিকে, সীতা এবং অ্যামাজনের কাছে কৃতজ্ঞ। আমাকে কিছুটা প্রস্তুতি নিতে হয়েছিল বটে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না— এটি সম্পূর্ণ হবার পর এইরকম আকর্ষণীয় দেখাচ্ছে।’

সিটাডেল: হানি বানিতে এই দুই শিল্পী ছাড়াও, অভিনয় করেছেন কে কে মেনন, সিমরান, সোহম মজুমদার, শিবঙ্কিত পরিহার, কাশভি মজমুন্দর, সাকিব সেলিম ও সিকন্দর খের।

সিটাডেল আসলে ভারত, ইতালি এবং মেক্সিকোর যৌথ প্রযোজনায় নির্মিত একটি মাল্টি-সিরিজ। এতে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি রিচার্ড ম্যাডেন অভিনয় করেছেন। সহপ্রযোজক হিসাবে আছেন রুশো ব্রাদার্স। ‘দ্য ইন্ডিয়া চ্যাপ্টার অফ সিটাডেল’ পরিচালনা করেছেন রাজ এবং ডিকে। সামান্থা এর আগে ফ্যামিলি ম্যান ২-এ তাঁদের সঙ্গে কাজ করেছিলেন।