হইচই-এ ফিরছে ‘চরিত্রহীন ২’, সম্প্রতি তারই ট্রেলার প্রকাশ্যে এল। যেখানে ‘চরিত্রহীন’-এর গল্প শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের গল্প।
গত মঙ্গলবারই মুক্তি পেয়েছে চরিত্রহীন-২ এর ট্রেলার। এখানে কিরণময়ীর ভূমিকায় দেখা যাবে নয়না গঙ্গোপাধ্যায়কে। তার স্বামী হারানের ভূমিকায় গৌরব চট্টোপাধ্যায় এবং অভয় মুখােপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে সৌরভ চক্রবতীকে।
Advertisement
এছাড়াও অভয়ের স্ত্রী নিরুপমার ভূমিকায় অভিনয় করেছেন মুমতাজ সরকার। তার ভাই সতীশের ভূমিকায় দেখা যাবে সৌরভ দাসকে। রয়েছেন– সায়নী ঘােষ, শ্বেতা ভট্টাচার্য প্রমুখ।
Advertisement
Advertisement



