• facebook
  • twitter
Saturday, 24 January, 2026

বক্স অফিসে ‘বর্ডার ২’-এর ঝড়! প্রথম দিনেই ব্যবসা ৩২.১০ কোটি টাকার

প্রথম দিনের ব্যবসায়িক পরিসংখ্যান বলছে, ছবিটি শহরভিত্তিক কেন্দ্রগুলিতে যেমন ভালো ব্যবসা করেছে, তেমনই ছোট শহর ও মফস্বলেও দর্শকের সাড়া মিলেছে।

বর্ডার-২ ছবির পোস্টার চিত্র।

দেশপ্রেম, আবেগ আর যুদ্ধের গর্জনে বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটাল ‘বর্ডার ২’। সানি দেওল ও বরুণ ধাওয়ান অভিনীত এই যুদ্ধভিত্তিক ছবিটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে। প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় আর টিকিট কাউন্টারে চাহিদার প্রভাব স্পষ্ট। প্রথম দিনেই ভারতের বক্স অফিস থেকে ছবিটির আয় দাঁড়িয়েছে ৩২.১০ কোটি টাকা।

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে যে আগ্রহ ছিল, তা প্রথম দিনের ব্যবসাতেই পরিষ্কার হয়ে গিয়েছে। সকাল থেকেই একাধিক শহরের মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে হাউসফুল বোর্ড ঝুলতে দেখা যায়। বিশেষ করে উত্তর ভারত ও মেট্রো শহরগুলিতে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Advertisement

চলচ্চিত্র মহলের মতে, ‘বর্ডার’ ছবির ঐতিহাসিক জনপ্রিয়তার আবেগ, সানি দেওলের দেশপ্রেমী ইমেজ এবং বরুণ ধাওয়ানের নতুন রূপ— এই তিনের সংমিশ্রণই ‘বর্ডার ২’-এর প্রধান অস্ত্র। যুদ্ধের আবহ, আবেগঘন সংলাপ, দেশাত্মবোধক সংগীত আর বড় ক্যানভাসের ভিজ্যুয়াল দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে এনেছে।

Advertisement

প্রথম দিনের ব্যবসায়িক পরিসংখ্যান বলছে, ছবিটি শহরভিত্তিক কেন্দ্রগুলিতে যেমন ভালো ব্যবসা করেছে, তেমনই ছোট শহর ও মফস্বলেও দর্শকের সাড়া মিলেছে। পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে যাওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে, যা বক্স অফিসের জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রথম দিনের ৩২.১০ কোটি টাকার আয় স্পষ্ট করে দিচ্ছে— ছবিটি শুধু তারকাদের উপর ভর করে নয়, গল্প, আবেগ এবং দেশপ্রেমী আবহের উপর ভর করেই দর্শকের মন জয় করেছে। সপ্তাহান্তে ছবিটির আয় আরও বাড়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে।

সমালোচকদের একাংশের মতে, ‘বর্ডার ২’ শুধুমাত্র একটি যুদ্ধের গল্প নয়, বরং এটি আত্মত্যাগ, দেশপ্রেম, বন্ধুত্ব এবং মানবিক আবেগের গল্প। সানি দেওলের অভিজ্ঞ অভিনয় ও বরুণ ধাওয়ানের এনার্জেটিক উপস্থিতি ছবিটিকে নতুন প্রজন্মের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে।

সব মিলিয়ে, মুক্তির প্রথম দিনেই শক্ত ভিত তৈরি করেছে ‘বর্ডার ২’। বক্স অফিসের এই ঝোড়ো সূচনা বলছে, আগামী কয়েকদিনে ছবিটি আরও বড় অঙ্কের ব্যবসা করতে পারে। দালাল স্ট্রিটে যেমন ঝঞ্ঝা, ঠিক তেমনই বক্স অফিসে এখন ‘বর্ডার ২’-এর উত্থানের ঝড় বলিউডের জন্য এক বড় স্বস্তির বার্তা।

Advertisement