যদি কেউ ভেবে থাকেন, এ বছর যশের জন্মদিনটা শান্তভাবেই কাটবে, তবে সেই ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হলো। জন্মদিনের দিনই নিজের বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এ চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করে একেবারে সিনেমার মেজাজে দিনটিকে স্মরণীয় করে তুললেন কন্নড় চলচ্চিত্রের এই তারকা। ঝলক প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই সমাজমাধ্যমে উন্মাদনা ছড়িয়ে পড়ে।
ঝলকের শুরু এক কবরস্থানের নিস্তব্ধ দৃশ্য দিয়ে। সেখানে চলছে একটি শেষকৃত্যের আয়োজন। হঠাৎই একদল সশস্ত্র লোক এসে এলাকা ঘিরে ফেলে। পরিস্থিতি যে অশান্তির দিকে এগোচ্ছে, তা তখনই স্পষ্ট হয়ে ওঠে। সেই থমথমে পরিবেশের মধ্যেই একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামা এক মাতাল ব্যক্তি আগুন ধরিয়ে দেয় এমন এক ঘটনার সূত্রপাত, যা ভয়াবহ পরিণতির ইঙ্গিত দেয়।
Advertisement
এরপর টানটান উত্তেজনার মধ্যে গাড়ির চলাচল, ভিতরে এক নারী ও এক পুরুষের ঘনিষ্ঠ মুহূর্ত—সব মিলিয়ে গল্পের বিপজ্জনক আবহ আরও গাঢ় হয়। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। আগুনে জড়িয়ে পড়ে সশস্ত্র দল। সেই বিশৃঙ্খলার মধ্যেই আবির্ভাব যশের।
Advertisement
কালো পোশাকে, লম্বা দাড়ি, হাতে সিগার ও আগ্নেয়াস্ত্র—দাপুটে চেহারায় যশ যেন গোটা দৃশ্য নিজের দখলে নিয়ে নেন। তাঁর সংলাপ, ‘ড্যাডি ইজ হোম’, মুহূর্তেই অনুরাগীদের মধ্যে আলোড়ন ফেলে দেয়।
এই ছবিতে যশ একা নন। চরিত্র পরিচিতির ঝলকে ইতিমধ্যেই নয়নতারা, কিয়ারা আডবাণী, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি এবং তারা সুতারিয়ার উপস্থিতির ইঙ্গিত মিলেছে। যশ ও গীটু মোহন দাস যৌথভাবে ছবির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন। পাশাপাশি পরিচালনার দায়িত্বেও রয়েছেন গীটু মোহন দাস।
নির্মাতা সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিশাল ক্যানভাসে নির্মিত হচ্ছে এই ছবি। এটি একই সঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি হয়েছে। আরও বেশি দর্শকের কাছে পৌঁছনোর লক্ষ্যে একাধিক ভাষায় ডাব সংস্করণ মুক্তির পরিকল্পনাও করা হয়েছে।
চলচ্চিত্র মহলের মতে, ‘টক্সিক’ যশের কেরিয়ারে একেবারে নতুন অধ্যায় খুলে দিতে পারে। জন্মদিনে প্রকাশিত এই ঝলক সেই প্রত্যাশাকে আরও উসকে দিয়েছে।
সব পরিকল্পনা অনুযায়ী এগোলে ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ আগামী ১৯ মার্চ ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উৎসবের মরশুমে দর্শকদের জন্য বড় চমক হয়ে উঠতে চলেছে এই ছবি।
Advertisement



