• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

ফোর্বসের সেরা দশে জায়গা করে নিল ‘বং গাই’ কিরণ দত্ত

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফোর্বস ম্যাগাজিনে সেরা একশো ডিজিটাল স্টারের তালিকায় নাম রয়েছে কিরণ দত্তের। তাও আবার ১০ নম্বরে।

বাংলা ইউটিউব জগতের সবচেয়ে পরিচিত মুখ ‘দ্য বং গাই’। একাধিক সাফল্য ইতিমধ্যেই অর্জন করেছেন তিনি। এবার তাঁর সাফল্যের মুকুটে যুক্ত হল আরও এক নতুন পালক। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফোর্বস ম্যাগাজিনে সেরা একশো ডিজিটাল স্টারের তালিকায় নাম রয়েছে কিরণ দত্তের। তাও আবার ১০ নম্বরে।বাংলার কাছে যা এক গর্বের খবর।
সোশাল মিডিয়াতে নিজেই এই কথা পোস্ট করে জানালেন কিরণ। এমনকি সেই পোস্টে উল্লেখ করলেন অতীতের স্মৃতিকথাও।

নিজের সাফল্যের কথা যখন সোশাল মিডিয়াতে নিজেই পোস্ট করে জানালেন কিরণ দত্ত, তখন উল্লেখ করেন এমন দিনে তাঁর মনে পড়ছে তার এক শিক্ষকের কথা। তিনি লেখেন, ‘আজ এক শিক্ষকের কথা খুব মনে পড়ছে যে আমায় বলেছিল এসব করে জীবনে আমি কিসসু করতে পারব না। বাবা-মা আশাহত হবে একদিন। আমি এতই উইয়ার্ড ছিলাম বাড়ি এসে হাজার বার খাতায় লিখেছিলাম ‘আমি পারব’ আর কেঁদেছিলাম। জানি না আজ কেন মনে পড়ল, তবে ভেতরের বাচ্চাটা জোরে জোরে চিৎকার করে বলছে ‘পারলাম তো?’ পাশাপাশি তাঁর সমস্ত দর্শককে ধন্যবাদ জানান কিরণ তাঁর পাশে সবসময় থাকার জন্য।

Advertisement

Advertisement

Advertisement