• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রূপপালি পর্দায় বাবিল

প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান অভিনয় জগতে পা রাখতে চলেছেন।ক্লিন শ্লেট ফ্লিমজের প্রযােজনায় তৈরি 'কোয়ালা’তে অভিনয় করেনি বলিউডে ডেবিউ করছেন।

বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান এবং পুত্র বাবিল খান (Photo: IANS)

বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান অভিনয় জগতে পা রাখতে চলেছেন। ক্লিন শ্লেট ফ্লিমজের প্রযােজনায় তৈরি কোয়ালা’তে অভিনয় করে তিনি বলিউডে ডেবিউ করতে চলেছেন। নেটফ্লিক্সের ছবিটি দেখা যাবে।

প্রযােজনা সংস্থার কর্ণধার বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা ও তার ভাই কর্ণেশ শর্মা ঘােষণাটি করেন। ছবিটি পরিচালনা করেছেন অনভিতা দত্ত। বাবিল খান ঘড়াও সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি মিরি, স্বক্তিকা মুখার্জি।

Advertisement

Advertisement

Advertisement