• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ভয়েস ফিনালেতে থাকবেন না রহমান

এবার বিশেষ অতিথি আশা ভোঁসলে।

এ আর রহমান (Photo: IANS)

হিন্দী রিয়্যালিটি শো ‘দ্য ভয়েস’-এর গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকছেন না বিখ্যাত সুরকার এ আর রহমান। এই শোটিতে বিশেষ অতিথি হিসাবে আসবেন স্বনামধন্য গায়িকা আশা ভোঁসলে।

বুধবার রহমান ট্যুইট করেছেন, ‘দুর্ভাগ্যক্রমে স্টার প্লাসে দ্য ভয়েস এর গ্রেট গ্র্যান্ড ফিনালেতে আমি উপস্থিত থাকতে পারব না।’

তিনি আরো লেখেন, ‘সর্বোচ্চ চার প্রতিযোগীকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আমাদের গৌরবান্বিত করো এবং তোমাদের ভবিষ্যত উজ্জ্বল হোক। ভগবান তোমাদের মঙ্গল ক্রুন।

রহমান শোটিতে ‘সুপার গুরু’ ছিলেন। তাঁর তত্ত্বাবধানে হর্ষদীপ কৌর, কণিকা কাপুর এবং আরমান মালিক প্রতিযোগিদের তালিম দিতেন।

শোটিতে নতুন মাত্রা যোগ করতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আশা ভোঁসলে।

আশা ভোঁসলে বলেন, ‘শোটির প্রতিযোগিরা খুবই প্রতিভাশালী এবং তারা অনেক দূর এগোবেন। আমার জীবনের স্মৃতি এবং অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগ করে নিতে পারার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত।’

‘দ্য ভয়েস’-এর গ্র্যান্ড ফিনালেটি স্টারপ্লাসে সম্প্রচারিত হবে ৪মে।