• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভালাে গান শােনাই পছন্দ আশার

প্রবীণ কণ্ঠশিল্পী আশা ভোঁসলে জন্মদিনের শুভলগ্নে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এত বছরের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, 'আমি এখনকার গান শুনি না।

প্রবীণ কণ্ঠশিল্পী আশা ভোঁসলে (Photo: SNS)

প্রবীণ কণ্ঠশিল্পী আশা ভোঁসলে জন্মদিনের শুভলগ্নে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এত বছরের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, ‘আমি এখনকার গান শুনি না। ভালাে গান শুনতে পছন্দ করি। মেহদি হাসান, পন্ডিত যশরাজ, ভীমচাঁদ যােশী।

প্রমুখের গান শুনতে পছন্দ করি। তিনি বলেন, আমি জানি রেকর্ডিং স্টুডিওতে কি হত। আসলে তারা কে কি রকম গান করেন সেটাও আমি জানি। তাই ওই অভিজ্ঞতাগুলাে মনে। করতে চাই না’।

Advertisement

‘আশা কি আশা’ নামে নতুন শাে নিয়ে তিনি বলেন, “আমি অনেক বছর ধরে ভেবেছি। এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে গান করার আকাঙ্খা দেখতে পাই। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহজে নতুনদের জায়গা দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার।

Advertisement

আমার নাতনির ল্যাপটপে একগুচ্ছ ছেলে মেয়েকে গান ও নাচ করার চেষ্টা করতে দেখে এই ভাবনাটা আমার মনে দাগ কাটে। তারপরই নতুন কিছু করার চিন্তা ভাবনা করি।

Advertisement