• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

সাতপাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ

সাত পাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ। বিয়ের পর অদিতি সোশাল হ্যান্ডেলে অনুষ্ঠানের ছবি শেয়ার করেন।

সাত পাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ। বিয়ের পর অদিতি সোশাল হ্যান্ডেলে অনুষ্ঠানের ছবি শেয়ার করেন। হায়দরাবাদের রাজপরিবারের কন্যা তথা অভিনেত্রী অদিতি রাও হায়দরি এবং দক্ষিণী অভিনেতা চলতি বছরের মার্চ মাসে তেলঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে আংটি বদল করেছিলেন। তার পর থেকে প্রায়শই একসঙ্গে দেখা যেত তাঁদের।

অদিতি ও সিদ্ধার্থ, দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছোটবেলার বন্ধু অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। ২০০৯ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। অন্যদিকে ২০১২ অদিতি সত্যদীপ মিশ্রর বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সম্পর্কও পড়ে ভেঙে যায়। তামিল ছবি ‘মহা সমুদ্রম’-এ সিদ্ধার্থ ও অদিতি একসঙ্গে কাজ করেছিলেন। সিনেমার সেটেই আলাপ হয় তাঁদের।

একদম সাদামাটা পোশাকে ঘরোয়া ভাবে বিয়ে সারেন তাঁরা। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরেছেন। পারিবারিক ঐতিহ্য এবং রীতিনীতি মেনে জরির কাজ করা অরগ্যানজা শাড়ি পরেছিলেন অদিতি। সঙ্গে ছিল কুন্দনের হালকা গয়না। আর সাদা পাঞ্জাবির সঙ্গে সোনালি পাড়ের কেরল কটনের সাদা ধুতি ছিল সব্যসাচীর পরনে।